Advertisement
Advertisement

Breaking News

ক্ষেপণাস্ত্র মজুত রেখেছে পাকিস্তান, দাবি মার্কিন গবেষণার

ভারতের ভবিষ্যত তাহলে কী?

Pakistan Secretly Stored Missiles, US Study Says
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 19, 2016 8:58 am
  • Updated:November 19, 2016 8:58 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচটি ঘাঁটিতে অন্তত ১৩০ থেকে ১৪০টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র মজুত করে রেখেছে পাকিস্তান– এমনই দাবি মার্কিন বিশেষজ্ঞ মহলের৷ উপগ্রহ চিত্র ও সাম্প্রতিক গবেষণার মাধ্যমেই বর্তমান সিদ্ধান্তে পৌঁছেছে ওই গবেষক দল৷ শুধু তাই নয়, মার্কিন চুক্তি লঙ্ঘন করেই পাকিস্তান এফ-১৬ যুদ্ধবিমানগুলি ক্ষেপণাস্ত্র বহনের উপযোগী করে তুলেছে৷ এখানেই শেষ নয়৷ ফ্রান্সে তৈরি মিরেজ বিমানও ব়্যাড এয়ার-লঞ্চড ক্রুজ মিসাইল পরিবহণের কাজে ব্যবহার করছে পাকিস্তান৷
ওই মার্কিন গবেষকদের দাবি, এই মুহূর্তে পাক বিমানবাহিনীর কয়েকটি  যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র স্থানান্তরের কাজের সঙ্গে যুক্ত৷ এই মাসরুর বিমান ঘাঁটিরই মাটির তলায় ক্ষেপণাস্ত্র লুকিয়ে রাখার বিস্তৃত জায়গা রয়েছে৷ কড়া নিরাপত্তা বলয়ে বেষ্টিত এই আন্ডারগ্রাউন্ডে অস্ত্রগুলি লুকিয়ে রাখার জন্য রয়েছে বিবিধ সুযোগ-সুবিধাও৷ ওই জায়গাটি সেনাবাহিনীর কমান্ড সেন্টার বলে অনুমান মার্কিন বিশেষজ্ঞদের৷ পাকিস্তানে মূলত জাহাজ ও ক্ষেপণাস্ত্র বহনকারী যানের মাধ্যমেই অস্ত্রগুলি স্থানান্তর করা হয়৷
তবে ‘পাকিস্তানস ইভলভিং নিউক্লিয়ার ওয়েপনস ইনফ্রাস্ট্রাকচার’ নামের ওই মার্কিন রিপোর্ট বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে৷ সেখানে গবেষকরা বাণিজ্যিকভাবে প্রাপ্ত উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখিয়েছেন, এই মুহূর্তে পাকিস্তানের প্রায় পাঁচটি মিসাইল ঘাঁটি ও দু’টি বিমান ঘাঁটি ক্ষেপণাস্ত্র সংগ্রহ ও তা ব্যবহার সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার কাজে সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে৷ গবেষক হ্যানস এম ক্রিশ্চেনসন জানান, ক্ষেপণাস্ত্র বিষয়ক পরীক্ষার জন্য পাকিস্তান কম করে পাঁচটি ঘাঁটি ব্যবহার করছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement