Advertisement
Advertisement

Breaking News

আদালতের রায়ে পাকিস্তানে আর নিষিদ্ধ নয় হাফিজের জঙ্গি সংগঠন

সন্ত্রাসবাদেই ভরসা রাখছে পাকিস্তান!

Pakistan removes Hafiz Saeed’s organization from terror list
Published by: Tanujit Das
  • Posted:October 26, 2018 5:45 pm
  • Updated:October 26, 2018 5:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিষিদ্ধ জঙ্গি তালিকা থেকে বাদ পড়ল হাফিজ সইদের সংগঠন জামাত-উল-দাওয়া এবং ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশন৷ ইসলামাবাদ হাই কোর্টের নির্দেশেই এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সন্ত্রাসবাদী সংগঠন দুটিকে৷ যদিও রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ বিচারে এখনও আন্তর্জাতিক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তালিকাভুক্ত রয়েছে জামাত-উল-দাওয়া এবং ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশন৷ পাক আদালতের এহেন নির্দেশকে মোটেই ভাল চোখে দেখছেন না আন্তর্জাতিক বিশেষজ্ঞরা৷ তাঁদের মতে এই নির্দেশই প্রমাণ করে যে, কেবল প্রশাসন ও সেনাই নয়, পাশাপাশি সন্ত্রাসবাদের শিকড় পাক আইনমহলের গভীরেও বিস্তৃতি লাভ করেছে৷

[যৌন হেনস্তার অভিযোগ, বরখাস্ত গুগলের ৪৮ জন আধিকারিক]

Advertisement

জামাত-উল-দাওয়া, ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশন, লস্কর-ই-তইবা, আল-কায়দা, তেহরিক-ই-তালিবান পাকিস্তান, লস্কর ইত্যাদি সন্ত্রাসবাদী সংগঠনের নাম রয়েছে রাষ্ট্রসংঘের কালো তালিকায়৷ আন্তর্জাতিক মহল ও আমেরিকার চাপের কাছে নতিস্বীকার করে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সন্ত্রাসবাদ বিরোধী আইন চালু করে পাকিস্তান৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিচারে আন্তর্জাতিক তালিকাভুক্ত এই দুই জঙ্গি সংগঠনকে অর্ডিন্যান্সে এনে কালো তালিকাভুক্ত করে পাকিস্তানও৷ অর্ডিন্যান্সে স্বাক্ষর করেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট মামুন হোসেন৷ তবে চলতি মাসের পাঁচ তারিখে একটি নয়া তালিকা প্রকাশিত হয় পাকিস্তান কাউন্টার টেররিজম অথরিটির ওয়েবসাইটে৷ সেখানে দেখা যায় ৬৬ জঙ্গি সংগঠনের নাম তালিকায় থাকলেও নাম নেই জামাত-উল-দাওয়া এবং ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশনের৷

[গোপন তথ্য ফাঁসের আশঙ্কা, ট্রাম্পের মোবাইলে আড়ি পাতছে চিন-রাশিয়া!]

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, পাক প্রেসিডেন্টে সিদ্ধান্তের বিরোধিতা করে ইসলামাবাদ হাই কোর্টে মামলা দায়ের করে হাফিজ সইদ৷ তার হয়ে কোর্টে হাজিরা দেন দুই আইনজীবী, রাজা রাজওয়ান আব্বাসি ও সোহেল ওয়ারিচ৷ তারা আদালতকে জানান, অর্ডিন্যান্স জারির পর একটি নির্দিষ্ট দিনের মধ্যে সেই অর্ডিন্যান্সকে আইনে রূপান্তরিত করতে হত পাক সরকারকে৷ এরজন্য পাক সরকারকে ওই অর্ডিন্যান্স পার্লামেন্টে পেশ করতে হত এবং সেখান থেকে পাশ করিয়ে তা আইনে পরিণত করতে হত৷ তারপরই জামাত-উল-দাওয়া এবং ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশন আইনত ভাবে জঙ্গি সংগঠনের তকমা পেত৷ কিন্তু কিছুই করা হয়নি বলে জানা গিয়েছে৷ ফলে এরপরেই মেয়াদ শেষ হওয়ার কারণে ওই অর্ডিন্যান্সকে বাতিল বলে ঘোষণা করে আদালত৷ ফলে আন্তর্জাতিক জঙ্গি তালিকা থেকে বাদ যায় দুটি সন্ত্রাসবাদী সংগঠন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement