Advertisement
Advertisement

Breaking News

দাগিদের ঢালাও মুক্তি দিয়ে জঙ্গি বাড়াচ্ছে পাকিস্তান

তারপর ভারতে হামলা চালানোর জন্য বিশেষ প্রশিক্ষণ পাচ্ছে ওই জঙ্গিরা৷

Pakistan Releases Terrorist From Jail To Attack India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 8, 2016 8:57 am
  • Updated:November 8, 2016 8:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্জিক্যাল স্ট্রাইকের ফলে পাক সেনাবাহিনীর পরিকাঠামোর কিছুটা হলেও ক্ষতি হয়েছে৷ বেশ কিছু জঙ্গিকেও খতম করা গিয়েছে৷ তার জেরে আত্মঘাতী জঙ্গির জোগানে ঘাটতি দেখা গিয়েছে৷ আর সেই কারণে এবার আত্মঘাতী জঙ্গিবাহিনীর সদস্য সংখ্যা বাড়াতে নয়া পন্থা নিয়েছে নওয়াজ শরিফ প্রশাসন৷ জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছেো দাগি আসামিদের৷ তারপর ভারতে হামলা চালানোর জন্য বিশেষ প্রশিক্ষণ পাচ্ছে ওই জঙ্গিরা৷ এমনই চাঞ্চল্য তথ্য দিয়েছে ভারতীয় গোয়েন্দা তথ্য আদানপ্রদান সংস্থা ম্যাক৷
পাক মদতপুষ্ট জঙ্গিরা যে ভারতে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে, সে বিষয়ে একটি আভাস দিয়েছে ভারতীয় সেনা৷ কারণ, প্রায় ৩০০ জঙ্গি ভারতে ঢুকে নাশকতা চালানোর জন্য প্রস্তুত হয়ে রয়েছে৷ এখন গোয়েন্দরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করছেন যে, ওই জঙ্গিরাই কি সকলেই দাগী আসামি৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, ওই ৩০০ জঙ্গির মধ্যে অধিকাংশই লস্কর-ই-তৈবা ও হিজবুলের সদস্য৷ বাকিরা জেল থেকে মুক্ত দাগি আসামি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement