Advertisement
Advertisement

Breaking News

Kartarpur Corridor

করোনা আবহেই খুলছে কর্তারপুর করিডর, ভারতীয়দের তীর্থযাত্রা নিয়ে ধোঁয়াশা

২৯ জুন এই গুরুদ্বার খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইসলামাবাদ।

Pakistan ready to reopen Kartarpur Corridor on June 29
Published by: Paramita Paul
  • Posted:June 27, 2020 1:45 pm
  • Updated:June 27, 2020 3:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা সংক্রমণের আতঙ্কের মাঝেই স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে গোটা বিশ্ব। ধীরে ধীরে খুলে যাচ্ছে সমস্ত পর্যটনক্ষেত্র। সামাজিক দূরত্ব মেনেই ধর্মীয়স্থানে শুরু হচ্ছে পুজো-অর্চনা। সেকথা মাথায় রেখেই শিখ ধর্মালম্বীদের পবিত্র স্থান কর্তারপুর (Kartarpur Corridor) সাহেব গুরুদ্বার খোলার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। আগামী ২৯ জুন এই গুরুদ্বার খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইসলামাবাদ। শীঘ্রই সেখানে তীর্থযাত্রা শুরু হওয়ার কথা। কিন্তু ভারতীয়রা কি এখনই সেখানে যেতে পারবেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে।

শনিবার পাকিস্তান ঘোষণা করেছে, সমস্ত শিখ ধর্মীলম্বীদের জন্য জুন মাসের শেষে করিডর পুনরায় চালু করার পরিকল্পনা করেছে। টুইটারে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি (Shah Mahmood Qureshi) ঘোষণা করেন, মহারাজা রণজিৎ সিংয়ের (Maharaja Ranjit Singh) স্মরণে ২৯ জুন কর্তারপুর সাহেব করিডর খুলে দেওয়া হবে। প্রসঙ্গত, ওইদিন মহারাজা রণজিৎ সিংয়ের মৃত্যুবার্ষিকী।

Advertisement

[আরও পড়ুন : ঘৃণা ছড়ানো রুখতে উদ্যোগ, এবার বিকৃত পোস্ট চিহ্নিত করবে ফেসবুক]

পাক মন্ত্রী কুরেশি টুইটে লেখেন, “বিশ্বজুড়ে উপাসনার স্থানগুলি খুলে দেওয়া হচ্ছে। পাকিস্তান সমস্ত শিখ তীর্থযাত্রীদের জন্য কর্তারপুর সাহেব করিডর পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে। ভারতকে জানাচ্ছি, ২৯ জুন মহারাজা রণজিৎ সিংয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে করিডর পুনরায় চালু  করতে প্রস্তুত হচ্ছি।” কিন্তু ভারতীয় শিখ ধর্মালম্বীরা করোনা আবহে সেখানে যেতে পারবেন কিনা, তা নিয়ে ভারত সরকারের তরফে কিছুই জানানো হয়নি।

[আরও পড়ুন : নিশানায় ‘ড্রাগন’, ভারতীয় বায়ুসেনার পাইলটদের প্রশিক্ষণ দিতে তৈরি আমেরিকা]

বিশেষজ্ঞদের কথায়, ভারত-পাকিস্তান দু’দেশেই হুড়মুড়িয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এমন পরিস্থিতিতে ভারতে লকডাউনে ছাড় দেওয়া হচ্ছে। তবে সামাজিক দূরত্ব মানতে জোর দেওয়া হচ্ছে। পাকিস্তানেও শিথিল হয়েছে লকডাউন। কিন্তু এমন পরিস্থিতিতে দু’দেশের তীর্থযাত্রীরা আনাগোনা করলে সংক্রমণ আরও ছড়াতে পারে। তাই ভারতীয় শিখদের আপাতত কর্তারপুর গুরুদ্বারে যাওয়া হবে কিনা, তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement