Advertisement
Advertisement

ভারতের সঙ্গে আলোচনায় বসতে মোদির মুখ চেয়ে পাকিস্তান

২০০৩ সালে ভারত-পাকিস্তানের মধ্যে হওয়া সংঘর্ষবিরতি চুক্তি শুধু খাতায় কলমেই বন্দি হয়ে রয়েছে৷     

Pakistan ready for unconditional talk with india, will pm accept?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 28, 2016 3:09 pm
  • Updated:November 28, 2016 3:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ভারতের সঙ্গে কথা বলতে তৈরি পাকিস্তান৷ এমনকি ভারত চাইলে কাশ্মীর ইস্যুতেও কথা বলতে রাজি তারা৷ পাকিস্তান হাইকমিশনার আবদুল বসিত এমনটাই জানিয়েছেন৷ বসিত আরও জানান, ইতিমধ্যেই  ডিসেম্বরে ‘হার্ট অফ এশিয়া কনফারেন্স’-এ যোগ দেওয়ার কথা পাকিস্তানের বিদেশনীতির মুখ্য উপদেষ্টা সরতাজ আজিজের৷ সেসময় আয়োজক দেশের তরফে আলোচনার প্রস্তাব এলে পাকিস্তান আলোচনায় রাজি৷

প্রসঙ্গত, ৩ ডিসেম্বর অমৃতসরে ‘হার্ট অফ এশিয়া কনফারেন্স’-আয়োজন করা হয়েছে৷ সেই সম্মেলনেই যোগ দিতে আসছেন সরতাজ আজিজ৷ পাকিস্তান হাইকমিশনের মুখপাত্র আবদুল বসিত আরও বলেন, পাকিস্তান আলোচনার জন্য ১ মাস কিংবা ১ বছরও অপেক্ষা করতে রাজি, তবে তাতে সমস্যার সমাধান হবে না৷

Advertisement

এই মুহুর্তে জম্মু-কাশ্মীরের ভারত-পাক সীমান্ত উত্তপ্ত৷ গুলি, পাল্টা গুলির লড়াই চলছে৷ গত মঙ্গলবারই পাক সেনার হাতে মৃত্যু হয়েছে ৩ ভারতীয় জওয়ানের৷ এমনকি ১ ভারতীয় জওয়ানের দেহকে পাক সেনা বিকৃত করে বলেও ভারতীয় সেনাবাহিনীর দাবি৷ এরপর বুধবার তার পাল্টা জবাব দেয় ভারতও৷ সীমান্তে চলা গোলাগুলি নিয়ে অবশ্য আবদুল বসিতের বক্তব্য ২০০৩ সালে ভারত-পাকিস্তানের মধ্যে হওয়া সংঘর্ষ বিরতি চুক্তি শুধু খাতায় কলমেই বন্দি হয়ে রয়েছে৷ তাই দুই দেশের মধ্যে আলোচনার প্রয়োজন হয়ে পড়েছে বলে দাবি করেন বসিত৷

এদিকে কয়েকদিন আগে অবশ্য পাকিস্তানের রেডিও ও একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষৎকারে আজিজ বলেন কাশ্মীর ইস্যুতে আলোচনা ছাড়া ভারত-পাকিস্তানের মধ্যে সমস্যার সমাধান সম্ভব নয়৷ তবে পাকিস্তান ভারতের সঙ্গে আলোচনায় ইঙ্গিত দেওয়া হলেও ভারত আদৌ আলোচনার জন্য তৈরি কিনা তা নিয়ে কেন্দ্রের তরফে কোনও মন্তব্য করা হয়নি৷ এমনকি ডিসেম্বরে সরতাজ আজিজের ‘হার্ট অফ এশিয়া কনফারেন্স’ যোগ দেওয়া নিয়েও ভারতের তরফে কোনও উৎসাহ দেখানো হয়নি৷ তার উপর সীমান্ত সন্ত্রাস বন্ধ না হলে যে আলোচনা সম্ভব নয় একথা মোদি সরকারের তরফে আগেই বলা হয়েছে৷ তাই ভারতে সঙ্গে আলোচনা নিয়ে পাকিস্তান আগ্রহ দেখালেও তা ভারত কতটা গুরুত্ব দেবে সেটাই প্রশ্ন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement