Advertisement
Advertisement
Pakistan

পাকিস্তানের মুখে শান্তির বুলি! রাজনাথের ‘ঘুস কে মারেঙ্গে’ হুঁশিয়ারিতে চাপে ইসলামাবাদ

ভারতের মন্তব্য 'উস্কানিমূলক', অভিযোগ পাকিস্তানের।

Pakistan reacts to Rajnath Singh's 'ghar me ghus ke' Remarks
Published by: Kishore Ghosh
  • Posted:April 6, 2024 9:53 pm
  • Updated:April 6, 2024 9:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পড়শি দেশ থেকে এসে ভারতের শান্তি নষ্ট করলে রেয়াত করা হবে না। প্রয়োজনে সেদেশে ঢুকে জেহাদিদের খতম করার হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। শনিবার এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের (Pakistan) বিদেশ মন্ত্রকের দাবি, ভারতের মন্ত্রীর মন্তব্য ‘উস্কানিমূলক’। তাছাড়া ‘দীর্ঘমেয়াদি তথা গঠনমূলক ভাবনায় বাধা দেয়।’ যদিও কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, দিল্লির চাপে পড়ে শান্তির বার্তা দিচ্ছে ইসলামাবাদ।

শুক্রবার এক সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে রাজনাথ বলেন, “পড়শি দেশ থেকে এসে কোনও সন্ত্রাসবাদী যদি ভারতের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে তাহলে কড়া জবাব দেওয়া হবে। জঙ্গিরা যদি পাকিস্তানে পালিয়ে আশ্রয় নেয়, সেক্ষেত্রে পাকিস্তানে ঢুকে তাদের খতম করা হবে (ঘুস কে মারেঙ্গে)। ভারতের সে ক্ষমতা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সত্যি কথাই বলেছেন। পাকিস্তানও সে কথা জানে।” উল্লেখ্য, বিহারের জামুইয়ে গতকাল এক সভায় পড়শি দেশে ঢুকে জঙ্গি নিকেশের হুমকি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

Advertisement

 

[আরও পড়ুন: পণ্ডিতের জন্য মানসিক অবসাদে ভুগতেন পাঞ্জাব ক্রিকেটার, ফের তোপের মুখে নাইট কোচ]

মোদি ও রাজনাথের হুঁশিয়ারির পর পাক বিদেশ মন্ত্রকের মুখে শান্তির বার্তা আসলে ভূতের মুখে রামনাম, বলছেন বিশ্লেষকরা। মোদি-রাজনাথের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইসলামাবাদ জানিয়েছে, ‘পাকিস্তান সবসময় এই অঞ্চলের (উপমহাদেশ) শান্তির প্রতি অঙ্গীকারবদ্ধ এবং তা প্রদর্শনও করেছে।’ আরও জানিয়েছে, ‘ইতিহাস সাক্ষী পাকিস্তানের দৃঢ় সংকল্প এবং আত্মরক্ষায় সক্ষম একটি দেশ।’

 

[আরও পড়ুন: জাদেজার আউটের আবেদন প্রত্যাহার, ‘বিশ্বকাপে কোহলি থাকলে কী করতে’, প্রশ্ন প্রাক্তন তারকার]

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের রিপোর্টে চাঞ্চল্যকর দাবি করা হয়। বিদেশের মাটিতে নাকি বেছে বেছে জঙ্গিদের নিকেশ করছে ভারত। রিপোর্টে বলা হয়, ২০১৯ সাল থেকে মোট ২০ জঙ্গিকে নিকেশ করেছে ‘র’। এই দাবির সপক্ষে পাকিস্তান সরকারও বেশ কিছু প্রমাণ দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটিকে। ইসলামাবাদের মতে, সংযুক্ত আরব আমিরশাহিতে অবস্থিত ভারতের স্লিপার সেলই পাকিস্তানে ঢুকে জঙ্গিদের খুন করেছে। ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ধাঁচেই এই অপারেশন চালাচ্ছে ‘র’। এই তথ্য প্রকাশ্যে আসার পরই প্রতিরক্ষামন্ত্রী এদিনের সাক্ষাৎকারে বলেন, “ভারত কখনও অন্যদেশে হামলা চালানোর কথা ভাবে না কিংবা তাদের ভূখণ্ড দখল করতে চায় না। কিন্তু কেউ যদি ভারতকে চোখ রাঙায় তা বরদাস্ত করা হবে না।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement