সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির ঠিক মিনিট বিশেক আগে আবার একটা ভিডিও ভেসে উঠল সোশ্যাল মিডিয়ায়। পর্দায় আবার ভারতীয় বায়ুসেনাবাহিনীর উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। পরনে বায়ুসেনার পোশাক। ভিডিওটি শুরু হচ্ছে পাকিস্তানে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে। তারপর পাকিস্তান সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করতে শোনা যায় তাঁকে। তার সঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমের সমালোচনাও। ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি। তবে ভিডিওটি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কী বলছেন অভিনন্দন সেখানে? বলেছেন, “আমাকে পাক সেনাবাহিনীর দুই কর্তা এসে অত্যাচারের হাত থেকে বাঁচালেন। আমার সঙ্গে আর খারাপ কিছু হতে দেননি ওঁরা। তারপর আমাকে ওঁরা নিজেদের ইউনিট পর্যন্ত নিয়ে গেলেন। সেখানে আমাকে ফাস্ট-এড দেওয়া হয়। এবং তারপর আমাকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আমার মেডিক্যাল পরীক্ষা করা হয়। আমার আরও চিকিৎসাও হয় সেখানে।” এরপরই পাকিস্তান সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা শোনা যায় অভিনন্দনের মুখে। সেই সঙ্গে, তাঁকে নিয়ে ‘নানারকম গল্প বানানো’র জন্য ভারতীয় সংবাদমাধ্যমের একাংশের সমালোচনাও করেন তিনি। আর এখানেই প্রশ্ন উঠেছে ওই ভিডিও নিয়ে। তাছাড়া ভিডিওটি এডিটেড। ১ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওতে অন্তত ১৭ টি কাট আছে।
অনেকেই বলছেন, ভিডিওটি চাপের মুখে রেকর্ড করানো হয়েছে অভিনন্দনকে দিয়ে। কেন না পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে, নিজের দেশ ভারতের সমালোচনা করার কথা তাঁর নয়। অভিনন্দনকে বলতে শোনা যায়, “পাকিস্তানের সেনাবাহিনীর পরিষেবা অত্যন্ত দক্ষ। আমি এঁদের মধ্যে শান্তি দেখতে পাচ্ছি। আমি পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সময় কাটিয়েছি এবং আমি বেশ প্রভাবিত।” কথাগুলো ক্যামেরার দিকে না তাকিয়ে অন্য দিকে তাকিয়ে বলছিলেন অভিনন্দন। বিষয়টি সন্দেহ জাগিয়েছে বিশেষজ্ঞদের মনে। তাঁরা বলছেন, নিজের কথা বলার সময় ক্যামেরার দিকে তাকিয়েছিলেন অভিনন্দন। অথচ পাকিস্তানের প্রশংসা করার সময় অন্য দিকে তাকিয়ে কথা বলছিলেন। তবে কী কাগজে লিখে তাকে কী বলতে হবে তা বলে দিচ্ছিল পাক সেনাবাহিনী? অন্যদিকে ভারতের সংবাদমাধ্যম সম্পর্কেও সমালোচনা করতে শোনা যায় অভিনন্দনকে। তিনি বলেন, “ভারতীয় সংবাদমাধ্যম সবকিছু বাড়িয়ে বলে। ছোট বিষয়কে আগুন লাগিয়ে এমনভাবে তারা ছড়ায়, যে সাধারণ মানুষ চট করে ভুল বুঝে ফেলে।”
Indian Pilot #Abhinandhan confessional statement before departing Pakistan. 👇#PakistanLeadsWithPeace #GoBackModi #NobelPeacePrizeForImranKhan #WelcomeHomeAbhinandan#Abhinandancomingback#AbhinandanReturns #PakPremiPatrakaar pic.twitter.com/ZPrMAQUL3e
— Adeel Ahsan🇵🇰 (@syedadeelahsan) March 1, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.