Advertisement
Advertisement
Imran Khan

ইস্তফা নিয়ে জল্পনার মধ্যেই সেনাপ্রধানের সঙ্গে বৈঠক ইমরান খানের, জরুরি অবস্থার দিকে পাকিস্তান?

বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা থাকলেও তা বাতিল করেছেন পাক প্রধানমন্ত্রী।

Pakistan Prime Minister Imran Khan has cancelled his planned address to the nation | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 30, 2022 9:06 pm
  • Updated:March 30, 2022 9:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদে সংখ্যালঘু হয়ে যাওয়ার পরও কি ইস্তফা দিচ্ছেন না ইমরান খান (Imran Khan)? নতুন করে জল্পনা শুরু হয়ে গেল পাকিস্তানে। শোনা যাচ্ছে, চারিদিক দিয়ে কোণঠাসা হওয়া সত্ত্বেও এখনই ইস্তফা দিচ্ছেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী। অন্তত তাঁর গতিবিধি সেদিকেই ইঙ্গিত করছে। বুধবার বিকালেই জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা ছিল ইমরান খানের। মনে করা হচ্ছিল ওই ভাষণেই ইস্তফার কথা ঘোষণা করতে পারেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ওই ভাষণ বাতিল করেছেন ইমরান। এর মধ্যে একাধিক ঘটনা ঘটে গিয়েছে ইসলামাবাদে। 

পাকিস্তান সংসদে ইতিমধ্যেই সংখ্যালঘু হয়ে গিয়েছে ইমরান সরকার। অন্যতম জোটসঙ্গী এমকিউএম-পি বা মুত্তাহিদা কউমি মুভমেন্ট (MQM-P) পাকিস্তানের পর বুধবার ইমরান সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে বালোচিস্তান আওয়াম পার্টিও। কিন্তু তাতেও ইস্তফা দিতে নারাজ ইমরান খান। উলটে তিনি যেনতেন প্রকারে ক্ষমতায় টিকে থাকার চেষ্টায় আছেন। পাক সংবাদমাধ্যমে গুঞ্জন, ঘুরপথে ক্ষমতায় টিকে থাকতে জরুরি অবস্থাও জারি করতে পারেন পাক প্রধানমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: ভারতের কত শতাংশ মানুষ সংখ্যালঘু? মুসলিমের সংখ্যা কত? চমকপ্রদ পরিসংখ্যান কেন্দ্রের]

সরকার সংখ্যালঘু হয়ে যাওয়ার পর নিজের দল পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের (PTI) নেতাদের সঙ্গে গোপনে বৈঠক করে চলেছেন ইমরান খান। ইতিমধ্যেই মন্ত্রিসভার জরুরি বৈঠক করেছেন তিনি। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলে এদিন পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল বাজওয়া। আইএসআইয়ের (ISI) ডিজি নাদিম অঞ্জুমও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। জল্পনা ছিল, সেনাপ্রধান এবং আইএসআই প্রধানের সঙ্গে আলোচনার পর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ইস্তফার কথা ঘোষণা করবেন পাক প্রধানমন্ত্রী। কিন্তু সেটা তিনি করলেন না। প্রথমে বলা হয়েছিল ইমরান জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিকেল ৫ টায়। তারপর সেই সময় পিছিয়ে বলা হল ৫টা নয়, সন্ধে ছ’টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন পাক প্রধানমন্ত্রী। তারপর সেটা আরও পিছিয়ে করা হল সন্ধে ৭টা। ততক্ষণে বাজওয়া ইমরান বৈঠক চলছে। বৈঠক শেষ হওয়ার পর জানিয়ে দেওয়া হল পাক প্রধানমন্ত্রী আজ কোনও ভাষণ দেবেন না। যার অর্থ আজ অন্তত ইমরান খানের ইস্তফা দেওয়ার জল্পনায় ইতি পড়ে গেল। উলটে উসকে গেল জরুরি অবস্থা জারির জল্পনা।

[আরও পড়ুন: লাগাতার বাড়ছে পেট্রল-ডিজেলের দাম, হাইড্রোজেন চালিত গাড়িতে সংসদে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী]

কারণ জাতির উদ্দেশে ভাষণ বাতিল করে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠক করেছেন ইমরান খান। তারপর ডেকেছেন বিশেষ মন্ত্রসভার বৈঠক। বলা হচ্ছে, পাকিস্তানের সরকারের ফেলার ষড়যন্ত্র হচ্ছে দেশের বাইরে থেকে। এসবের মধ্যেই আবার ইমরান খানের ঘনিষ্ঠ মন্ত্রী ফাওয়াদ হুসেন আবার হুঙ্কার দিয়েছেন, ইমরান খান ইস্তফা দেবেন না। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করবেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement