Advertisement
Advertisement

Breaking News

করোনা মোকাবিলায় নেই সরঞ্জাম, প্রতিবাদ করায় পাকিস্তানে গ্রেপ্তার ১৫০ ডাক্তার   

পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে ইসলামাবাদ।

Pakistan police arrest 150 protesting doctors, paramedics in Balochistan
Published by: Monishankar Choudhury
  • Posted:April 6, 2020 5:38 pm
  • Updated:April 6, 2020 5:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বের সঙ্গে পাকিস্তানেও থাবা বসিয়েছে করোনা ভাইরাস। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে সে দেশ। মারণ ভাইরাসটির বিরুদ্ধে লড়াই করা চিকিৎসকদের কাছে নেই পিপিই বা ‘পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট’।ফলে একপ্রকার বাধ্য হয়েই প্রতিবাদে নামতে হয়েছে তাঁদের। আর তার জেরেই সোমবার প্রায় ১৫০ জন স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[আরও পড়ুন: আসছে ‘সেকেন্ড ওয়েভ’? চিনে ফের করোনা সংক্রমণে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা]

ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বালোচিস্তানে। সোমবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে নিরাপত্তার দাবিতে রাস্তায় নামেন চিকিৎসক ও অন্য স্বাস্থ্যকর্মীরা। প্রদেশের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে প্রতিবাদ দেখান তাঁরা। চিকিৎসকদের সংগঠনের মুখপাত্র ইয়াসির খান দাবি করেন, বিনা প্ররোচনায় পুলিশ প্রতিবাদী স্বাস্থ্যকর্মীদের উপর লাঠি চালাতে শুরু করে। তারপর অন্তত ১৫০ জন প্রতিবাদীকে গ্রেপ্তার করে বিভিন্ন জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও পুলিশের পালটা দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়ছে তারা। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে জমায়েতে অংশ নিয়েছিলেন ডাক্তাররা। ফলে তাঁদের বিরুদ্ধে আইন মেনেই ব্যবস্থা নেওয়া হয়েছে। 

Advertisement

এদিকে, এই ঘটনায় পাকিস্তানের স্বাস্থ্যব্যবস্থার কঙ্কালসার চেহারা প্রকাশ্যে এসেছে বলেই মত বিশ্লেষকদের। রাজধানী ইসলামাবাদ-সহ দেশের উন্নত প্রদেশগুলিতে কিছুটা পরিষেবা মিললেও দীর্ঘদিন ধরেই বালোচিস্তানে কোনও উন্নয়ন করেনি পাক সরকার। ফলে করোনা মহামারীর সঙ্গে লড়াই করার কোনও পরিকাঠামো সেখানে মজুত নেই বলেই দাবি বিশেষজ্ঞদের। উল্লেখ্য, এপর্যন্ত পাকিস্তানে করোনার আক্রান্ত প্রায় ৩ হজর ৪৬৯ জন।মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। আক্রান্তদের মধ্যে ১৯২ জন বালোচিস্তানের বাসিন্দা।                        

[আরও পড়ুন: ‘যুদ্ধজয় হবেই’, করোনা আবহে জাতির উদ্দেশে প্রথাভাঙা ভাষণে বার্তা রানি এলিজাবেথের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement