Advertisement
Advertisement

প্রবল জলসংকটে পাকিস্তান, সাহায্যের আরজি ইমরানের

ভেঙে পড়েছে 'অস্থির' পাকিস্তানের অর্থনীতি৷

Pakistan PM wants donation for dams

ইমরান খান

Published by: Tanujit Das
  • Posted:September 8, 2018 6:05 pm
  • Updated:September 8, 2018 6:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে জলের সমস্যা প্রবল৷ সাহায্যের হাত বাড়িয়ে দিক প্রবাসী পাক নাগরিকরা৷ দেশের বিভিন্ন নদীতে বাঁধ তৈরিতে অর্থ সাহায্য করুক তাঁরা৷ এমনই আবেদন করলেন সদ্য তখতে বসা পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ জানালেন, অর্থনৈতিক সমস্যার চেয়েও দেশের কাছে বড় সংকট জল৷ ফলে দেশের মানুষের রক্ষার্থে প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানালেন বিশ্বজয়ী পাক ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক৷

[ভারতকে চাপে ফেলে নেপালের জন্য বাণিজ্যের দরজা খুলল চিন]

Advertisement

পাকিস্তানের তখতে বসেই দেশকে অর্থনৈতিক ভাবে চাঙ্গা করার ইচ্ছা প্রকাশ করেন ইমরান খান৷ সকলকে বলেন সহযোগিতার হাত বাড়িয়ে দিতে৷ সেই লক্ষ্যে, আমলাদের মধ্যে ভিভিআইপি কালচার নির্মূল করার পক্ষে সওয়াল করেন তিনি৷ নির্দেশ দেন সরকারের খরচ কমানোর৷ নেন বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷ শুক্রবার দেশে জলের সমস্যা নিয়ে মুখ খোলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধান৷ জানান, বিভিন্ন সমস্যায় জর্জরিত পাকিস্তান৷ তবে দেশবাসীর কাছে জলের চেয়ে বড় সংকট এখনও আসেনি৷ পরিসংখ্যান দিয়ে জানান, পাকিস্তান তৈরির সময় একজন মানুষের বরাদ্দ ছিল গড়ে ৫৬০০ কিউবিক মিটার৷ তবে এখন সেই পরিমাণ কমে দাঁড়িয়েছে প্রায় হাজার কিউবিক মিটার৷

[বন্ধুত্বের বার্তা ইমরানের, বদলার হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের]

প্রত্যেক প্রবাসী পাক নাগরিকদের দেশের জন্য হাজার মার্কিন ডলার করে অনুদান দেওয়ার অনুরোধ করেন তিনি৷ বলেন, এই অনুদানের মাধ্যমেই দেশের বিভিন্ন নদীতে বাঁধ তৈরির কাজ শুরু করতে পারবে সরকার। পূর্ববর্তী পাক প্রশাসনের উপর সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগ তুলেছিলেন ইমরান খান। দেশের মানুষের অর্থ ওই সরকার আত্মসাৎ করেছে বলেও জানান তিনি৷ তবে এবার দেশের মানুষের দেওয়া অর্থ তিনি রক্ষা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন পিটিআই প্রধান৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement