সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পাকিস্তানের সংসদেও মোদির জয়গান। সে দেশের বিদেশমন্ত্রীর বক্তব্যের সময়ই ভারতীয় প্রধানমন্ত্রীর নামে জয়ধ্বনি দিতে শুরু করেন বালুচিস্তানের (Baluchistan) সাংসদরা। স্লোগান ওঠে ‘মোদি, মোদি’ (Modi)। যার জেরে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ছে ইমরান খান প্রশাসন।
বুধবার পাকিস্তান সংসদে ফরাসি দ্রব্য বয়কটের প্রস্তাব আনেন বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি (Shah Mahmood Qureshi)। সেই প্রস্তাব পেশের সময় বালুচিস্তানে লাগাতার বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নিয়েও বিরক্তি প্রকাশ করেন তিনি। ঠিক তখনই ‘মোদি, মোদি’ স্লোগান দিতে শুরু করেন বালুচিস্তানের সাংসদরা। একইসঙ্গে আজাদির স্লোগানও দেন তাঁরা। নিজের দেশের সাংসদদের এহেন আচরণে কার্যত হতভম্ব হয়ে যান বিদেশমন্ত্রী। তারপরই রাগে ফেটে পড়ন কুরেশি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও।
বালুচিস্তানের এক সাংসদ খাওয়াজা আসিফকে উদ্দেশ করে কুরেশি বলেন, “আপনাকে তো দেখে মনে হচ্ছে মোদির আত্মা আপনার উপর ভর করেছে।” বিরোধীরা ভারতের শেখানো বুলি বলছে বলেও অভিযোগ করেন তিনি। কুরেশির কথায়, “পাকিস্তানের সংসদ থেকে স্বাধীন বালুচিস্তানের দাবি উঠছে, এটা নিন্দনীয়।” উল্লেখ্য, দেশের করোনা পরিস্থিতি সামলানো থেকে বিরোধী নেতাদের মিথ্যা মামলায় জেলে ভরা, প্রতিটি ইস্যুতে কোণঠাসা পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানে কার্যত গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে বলে খবর। এমন আবহে সংসদে ভারতীয় প্রধানমন্ত্রীর নামে স্লোগান ওঠায় তিনি যে আরও কোণঠাসা হলেন, তা বলার অপেক্ষা রাখে না।
PM @narendramodi‘s popularity is unmatched and global.
Here the Modi Modi Chants in the Pakistan administered Baluchistan. pic.twitter.com/CQC3mhJw3x
— Dharmendra Chhonkar (@yoursdharm) October 29, 2020
বুধবারই আবার পাকিস্তান সেনার অস্বস্তি বাড়িয়ে পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) নেতা সর্দার আয়াজ সাদিক জানান, কার্যত ভারতের ভয়ে অভিনন্দন বর্তমানকে (Abhinandan Varthaman) মুক্তি দেয় পাকিস্তান। ভারতের হামলার হুমকিতে পাক সেনা প্রধানের পা কাঁপছিল বলেও মন্তব্য করেন তিনি। তারপরই বালুচিস্তানের সাংসদের ‘জয় মোদি’ স্লোগান। একই দিনে পরপর দুই ঘটনায় নিজের দেশেই কার্যত মুখ পুড়ল ইমরান খানের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.