Advertisement
Advertisement

হিন্দুদের ‘গোমূত্র খাদক’ বলার জের, পদ খোয়ালেন পাকিস্তানের মন্ত্রী

পাকিস্তান সরকারের প্রশংসা কাশ্মীরের নেতাদের গলায়।

Pakistan minister insults Hindus
Published by: Subhajit Mandal
  • Posted:March 6, 2019 12:25 pm
  • Updated:March 6, 2019 12:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামা হামলার ঠিক দশদিন বাদে হিন্দুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন পাকিস্তানের মন্ত্রী ফৈয়াজুল হাসান চৌহান। একটি জনসভায় তিনি হিন্দুদের কটাক্ষ করতে গিয়ে বলেন, ‘হিন্দুমাত্রই গোমূত্র খাদক।’ ভারতে তো বটেই পাকিস্তানেও এই মন্তব্যের জেরে বেশ সমালোচিত হয়েছিলেন ফৈয়াজ। তাঁকে শাস্তি দেওয়া হতে পারে তা আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী নইমূল হক। তিনি বলেন, সরকার এই ধরনের নির্বোধের মতো মন্তব্য সহ্য করবে না। টুইটারে ফৈয়াজুলের শাস্তির দাবি জানান একাধিক মন্ত্রীও। ইমরান খানের এক মন্ত্রী আসাদ উমর বলেন, “আমাদের জাতীয় পতাকায় সবুজের পাশাপাশি সাদা রংও রয়েছে। এই সাদা রংটা সংখ্যালঘুদের জন্য। হিন্দুদের ছাড়া আমরা অসম্পূর্ণ।”

[ভারতের চাপে নতিস্বীকার, পাকিস্তানে নিষিদ্ধ জঙ্গি হাফিজের সংগঠন]

মঙ্গলবার, ফৈয়াজকে ডেকে পাঠানো হয় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী সর্দার উসমান বুজদারের দপ্তরে। ফৈয়াজুল পাঞ্জাব প্রদেশের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী। মুখ্যমন্ত্রীর দপ্তরে ডেকে তাঁকে এই মন্তব্যের ব্যাখ্যা করতে বলা হয়। ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে তাঁকে পদত্যাগের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বুজদার। প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশেই বুজদার এই সিদ্ধান্ত নেন বলে সূত্রের খবর। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এটাও ইমরানের একটা কৌশলগত চাল। এই সিদ্ধান্তের ফলে, একদিকে যেমন পাকিস্তানে বসবাসকারী ৯০ লক্ষেরও বেশি হিন্দুকে পাশে থাকার বার্তা দেওয়া গেল, অন্যদিকে তেমনি গোটা বিশ্বের কাছেও ধর্মনিরপেক্ষতার বার্তা দেওয়ার চেষ্টা করলেন ইমরান। যদিও, অনেকে এই ঘটনাকে লোকদেখানো বলে কটাক্ষ করছেন। কারণ, পাকিস্তানে সংখ্যালঘুদের অবস্থা কতটা সঙ্গিন তা এখন আর কারও অজানা নয়।

Advertisement

[ব্যর্থ নাশকতার ছক, লন্ডনের তিন জায়গায় উদ্ধার বোমা]

এদিকে ইমরানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কাশ্মীরের নেতারাও। পিডিপি নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ইমরানের প্রশংসা করার পাশাপাশি ভারত সরকারের সমালোচনাও করেছেন ঘুরিয়ে, “খুবই আপত্তিকর মন্তব্য, সরিয়ে দেওয়া হয়েছে। এখানে তো যে যত সাম্প্রদায়িক কথা বলবে সে তত প্রশংসা কুড়োবে।” উমর আবদুল্লার সুরও একই। তিনি বলছেন, “হিন্দু বিরোধী মন্তব্য করে পাকিস্তানের মন্ত্রীকে পদ খোয়াতে হল, আর ভারতে তো একজন রাজ্যপাল কাশ্মীরকেই বয়কটের ডাক দিলেন, কেউ তাঁর নিন্দাও করল না।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement