Advertisement
Advertisement

‘হাফিজ সইদকে রক্ষা করবে ইমরানের সরকার’, পাক মন্ত্রীর বক্তব্যে চাঞ্চল্য

ফাঁস গোপন ভিডিও৷

 Pakistan minister expressing support forHafiz Saeed
Published by: Tanujit Das
  • Posted:December 18, 2018 9:23 pm
  • Updated:December 18, 2018 10:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদের বিরুদ্ধে সত্যিই কি লড়াইয়ের সদিচ্ছা রয়েছে পাকিস্তান ও ইমরান খান সরকারের? বারবারই উঠেছে এই একটা প্রশ্ন৷ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, এতদিনে সেই বহুচর্চিত প্রশ্নের যথাযথ উত্তর পাওয়া গিয়েছে এবং সেই উত্তর দিয়েছেন পাক মন্ত্রী শেহরিয়ার খান আফ্রিদি৷ সম্প্রতি ফাঁস হয়েছে একটি ভিডিও৷ যেখানে তাঁকে কথা বলতে দেখা গিয়েছে জঙ্গি হাফিজ সইদের রাজনৈতিক দল মিল্লি মুসলিম লিগের নেতাদের সঙ্গে৷ ইমরানের মন্ত্রী সভার এই সদস্যকে ভিডিওতে বলতে শোনা গিয়েছে, যেকোনও প্রকারে মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদকে রক্ষা করবে পাকিস্তান৷

[৬ বছর পর পাকিস্তানের জেল থেকে মুক্তি ভারতীয় নাগরিকের]

Advertisement

ফাঁস হওয়া ভিডিওতে প্রথমে মিল্লি মুসলিম লিগের নেতাদের বলতে শোনা গিয়েছে, ”মার্কিন চাপের মুখে পড়ে সাধারণ নির্বাচন মিল্লি মুসলিম লিগকে রাজনৈতিক দলের স্বীকৃতি দেয়নি পাকিস্তানের নির্বাচন কমিশন৷ এমনকী, সরকারও নাকি মিল্লিকে সন্ত্রাসবাদী দলের তকমা দেওয়ার ভাবনা চিন্তা করছে৷” উত্তরে পাক মন্ত্রী শেহরিয়ার খান আফ্রিদিকে বলতে শোনা যায়, ”পাকিস্তানের ক্ষমতায় যতদিন তেহরিক-ই-ইনসাফের সরকার রয়েছে, ততদিন এমনটা হবে না৷ হাফিজ সইদ-সহ যারাই পাকিস্তানের পক্ষে কথা বলবে তাঁদের পাশেই থাকবে ইমরান খানের সরকার।” এখানেই শেষ নয়, পাকিস্তানের আইনসভাতেও মিল্লির সদস্যদের আহ্বান জানান আফ্রিদি৷ সম্প্রতি প্রকাশ্যে এসেছে পাক মন্ত্রীর এই ভিডিও৷ মুহূর্তের মধ্যে সমগ্র বিশ্বে ছড়িয়ে গিয়েছে এটি৷ এরপরই ইমরান খান সরকার ও পাকিস্তানের সমালোচনায় সরব হয়েছে আন্তর্জাতিক মহল৷ তাঁদের বক্তব্য, এর থেকেই প্রমাণিত হয় যে, মুখে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেও, আদতে সন্ত্রাসবাদেরই সঙ্গ দিচ্ছে পাকিস্তান৷

[গুগলে ‘ভিখারি’ লিখে সার্চ করলেই আসছে ইমরান খানের ছবি]

প্রসঙ্গত, চলতি বছর পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছে সাধারণ নির্বাচন৷ যেখানে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাপ্রকাশ করেছিল মিল্লি মুসলিম লিগ৷ রাজনৈতিক দলের স্বীকৃতি চেয়ে পাক নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তারা৷ কিন্তু তাদের সেই স্বীকৃতি দেয়নি নির্বাচন কমিশন৷ এই সংগঠনের প্রতিষ্ঠাতা হল, জঙ্গি সংগঠন জামাত-উল-দাওয়ার প্রধান হাফিজ সইদ৷ ভারতের মাটিতে ২৬/১১ হামলার মূলচক্রি ছিল এই হাফিজ সইদ৷ দীর্ঘদিন ধরেই ভারতবিরোধী ষড়যন্ত্রে যুক্ত করেছে সইদ৷ তার বিরুদ্ধে একাধিক তথ্য-প্রমাণ পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভারত৷ কিন্তু এখনও সইদকে পাকড়াও করার কোনও সদিচ্ছা দেখায়নি পাক সরকার৷ বদলে, তাকে নিরাপত্তা দিয়েছে তারা৷ প্রকাশ্যে তাকে ভারত বিরোধী বক্তব্য পেশ করার সুযোগ করে দিয়েছে ইসলামাবাদ৷ সইদকে ইতিমধ্যে আন্তর্জাতিক জঙ্গির তকমা দিয়েছে আমেরিকা৷ তার মাথার দাম ধার্য হয়েছে ১০ মিলিয়ন মার্কিন ডলার৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement