সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইমরান খান (Imran Khan) ও পাক সেনার মধ্যে চলতে থাকা টক্করের মধ্যে ক্রমেই পাকিস্তানের (Pakistan) দেউলিয়া হওয়ার সম্ভাবনা বাড়ছে। কেননা সেদেশে প্রায় গৃহযুদ্ধের মতো আবহ এবং তাদের বেঁধে দেওয়া শর্ত পূরণ না হওয়ায় প্রায় মুখ ফিরিয়েছে আইএমএফ। এহেন পরিস্থিতিতে শাহবাজ শরিফের সামনে ‘মুশকিল আসান’ হতে পারে একমাত্র ‘বন্ধু’ চিনই। আইএমএফের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা যতই বেড়েছে ততই বেশি করে বেজিংয়ের মুখাপেক্ষী হওয়ার ‘প্ল্যান বি’-কেই আঁকড়ে ধরছে ইসলামাবাদ।
যতদিন যাচ্ছেন, গরিব হচ্ছে পাকিস্তান। দেশের অর্থনীতি কার্যত ধসে পড়েছে। হু হু করে জিনিসপত্রের দাম বাড়ছে। দিশাহীন প্রশাসন। মুদ্রাস্ফীতির হার গত ৫ দশকের রেকর্ড ভেঙে দিয়েছে। এই অবস্থায় আইএমএফের কাছ থেকে ৬.৫ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সাহায্যের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে পাকিস্তানকে। কিন্তু যত সময় যাচ্ছে ততই যেন ক্ষীণ হচ্ছে সেই আশা।
নবম পর্যবেক্ষণ আদৌ হবে নাকি এখনই বাতিল হয়ে যাবে ওই ঋণ পাওয়ার আশা, তা নিয়ে ধন্দ রয়েছে। তবে দ্বিতীয় সম্ভাবনাই ক্রমশ জোরালো হচ্ছে। তাই দেনাজর্জরিত পাকিস্তান চিনের থেকে ঋণ পাওয়ার দিকেই ঝুঁকছে। আগেই শোনা গিয়েছিল, ৭০ কোটি মার্কিন ডলারের লোন দিতে নাকি রাজি হয়েছে চিন। এখন দেখার পরিস্থিতি কোনদিকে গড়ায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.