Advertisement
Advertisement

Breaking News

গুগলে ‘ভিখারি’ লিখে সার্চ করলেই আসছে ইমরান খানের ছবি

গুগল সিইও পিচাইকে তলব করতে পারে পাকিস্তান।

Pakistan may Summon Google CEO
Published by: Subhajit Mandal
  • Posted:December 17, 2018 9:23 pm
  • Updated:December 17, 2018 9:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার গুগল সার্চে বিড়ম্বনার শিকার পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সার্চ ইঞ্জিনে ভিখারি লিখে সার্চ করলেই আসছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ছবি। আর তা নিয়ে বেজায় বিতর্ক। ‌গুগলে ‘ইডিয়ট’ লিখলেই কেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি আসে, কয়েকদিন আগেই এ নিয়ে জবাবদিহি করতে হয়েছিল সিইও সুন্দর পিচাইকে। হোয়াইট হাউসে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। সূত্রের খবর, এবার পিচাই-কে সমন পাঠাতে চলেছে পাকিস্তানও। ভিখারি লিখলেই কেন আসবে প্রধানমন্ত্রীর ছবি? জানতে চাওয়া হবে তাঁর কাছে।

[দ্বীপরাষ্ট্রে গণতন্ত্রের জয়, দিল্লিকে স্বস্তি দিয়ে প্রধানমন্ত্রী পদে রনিল বিক্রমসিংহে]

এবার পাকিস্তানের বিধানসভায় পিচাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে সেই দেশের কর্তা ব্যক্তিরা। পাকিস্তানের পাঞ্জাব বিধানসভায় এমনই একটি প্রস্তাব পাশ করা হয়েছে। এই প্রস্তাবে বলা হয়েছে, গুগল সিইওকে ডেকে জিজ্ঞাসা করা হবে যে কেন ‘ভিখারি’ লিখে গুগলে সার্চ করলেই পাক প্রধানমন্ত্রীর ছবি আসছে। আসলে বেশ কিছুদিন থেকেই অর্থনীতিক দিক থেকে ভিখারির দশা পাকিস্তানের। দেশের অর্থনীতি এতটাই ভেঙে পড়েছে যে ইমরান খানকে ভিক্ষার ঝুলি নিয়ে মিত্র দেশগুলির কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন করতে হয়েছিল। সেসময় অনেকেই ইমরানকে ভিখারি বলে কটাক্ষ করেছিলেন। এমনকী কিছুদিন আগেই পাকিস্তানের একটি চ্যানেলে ইমরান খানের একটি খবর সম্প্রচারের সময় ভুলবশত তাঁকে ভিখারিই বলে ফেলে। স্বাভাবিকভাবেই নেটদুনিয়ায় ব্যাপক খোরাক হয় ওই ঘটনা।

Advertisement

[মার্কিন আদালতে খারিজ ‘ওবামাকেয়ার’, বাতিল আইনের পাশে প্রাক্তন প্রেসিডেন্ট]

এদিকে, গুগলে ইংরেজিতে ‘ইডিয়ট’ শব্দটি সার্চ করলেই চলে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। বেশ কিছুদিন ধরেই এমন ঘটনা ঘটছে। এমনকি ওই ছবির বিষয়ে খতিয়ে দেখতে গিয়ে দেখা যায় ছবিটি আপলোড করেছে মার্কিন মুলুকের এক ওয়েবসাইট। সম্প্রতি সেই বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে গুগল সিইও সুন্দর পিচাইকে। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও এই একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। গুগলে ‘ফেকু’ লিখে সার্চ করলেই আসত মোদির নাম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement