Advertisement
Advertisement
Pakistan

‘বিয়ে পাগলা বুড়ো’! পাকিস্তানে ১২ বছরের মেয়েকে বিয়ে করতে গিয়ে গ্রেপ্তার ৭২-এর বৃদ্ধ

পলাতক মেয়েদের 'গুণধর' বাবা।

Pakistan man tries to marry off underage daughter to 72-year-old, arrested

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:June 16, 2024 2:30 pm
  • Updated:June 16, 2024 2:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন দীনবন্ধু মিত্রর প্রহসন ‘বিয়ে পাগলা বুড়ো’র বাস্তব ছবি। পাকিস্তানের (Pakistan) ৭২ বছরের এক বৃদ্ধের নাকি ‘শখ’ হয়েছিল ১২ বছরের এক বালিকাকে বিয়ে করার। আর সেজন্য মেয়েটির বাবাকে ৫ লক্ষ পাকিস্তানি টাকাও দিয়েছিলেন তিনি। কিন্তু শেষপর্যন্ত সেদেশের পুলিশ ভেস্তে দিয়েছে সব ‘ষড়যন্ত্র’। যদিও মেয়েটির বাবা পলাতক। তাঁর এখনও খোঁজ মেলেনি।

ঠিক কী অভিযোগ ওই বৃদ্ধের বিরুদ্ধে? হাবিব খান নামের ওই প্রবীণ ব্যক্তির সঙ্গে বারো বছরের বালিকার নিকাহ স্থির হয়েছিল। কিন্তু আগে ভাগেই খবর চলে যায় প্রশাসনে। ভেস্তে যায় বিয়ে। পুলিশ হাবিবকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে বাল্যবিবাহ প্রতিরোধ আইনে মামলা রুজু হয়েছে। অভিযুক্ত মেয়েটির বাবা আলম সঈদও। তবে তিনি পালিয়েছেন। দ্রুত তাঁকে গ্রেপ্তার করতে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: গার্ডেনরিচ কাণ্ডে ৮৮ দিনের মাথায় চার্জশিট পেশ, অভিযুক্ত প্রোমোটার-সহ ৬ জন]

প্রসঙ্গত, এই ঘটনা কোনও বিক্ষিপ্ত ঘটনা নয়। গোটা পাকিস্তানেই বাল্যবিবাহ একটা বড় সমস্যা। অন্তত ৩০ শতাংশ মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হয় ১৮ বছরে না পৌঁছতেই। যদিও সেদেশে বিয়ের ন্যূনতম বয়স ১৬। কিন্তু তারও আগে বিয়ে হয়ে যাওয়ার অভিযোগ অহরহ শোনা যায়। আসলে এই অপরাধে শাস্তির যে নিদান ব্রিটিশ আমলে ছিল এখনও সেটাই আছে। এক মাসের জেল ও ১ হাজার টাকা জরিমানা। যা খুবই সামান্য। তাই আইনকে তোয়াক্কা না করেই বাল্যবিবাহ করেন অনেকেই। এর মধ্যে খাইবার পাখতুনখোয়ার পরিস্থিতি সবচেয়ে খারাপ। ইউনিসেফের পরিসংখ্যান বলছে, ১৮ বছরে পৌঁছনোর আগেই বিয়ে হয়ে গিয়েছে প্রায় ১ কোটি ৯০ লক্ষ পাকিস্তানি মেয়েদের। ১৬ বছরেরও কমবয়সিদের ক্ষেত্রে সংখ্যাটা ৪৬ লক্ষ।

[আরও পড়ুন: স্কটল্যান্ডের বিরুদ্ধে নাটকীয় জয় অস্ট্রেলিয়ার, সুপার এইটে চলে গেল ইংল্যান্ড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement