Advertisement
Advertisement

জলে ভাসতে ভাসতেই খবর সম্প্রচার, পাক সাংবাদিকের কাজে হাসির রোল নেটদুনিয়ায়

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও৷

Pakistan journo sits on floating tubes reporting flood
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 4, 2018 6:48 pm
  • Updated:July 4, 2018 6:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার পাক সংবাদিক ‘চাঁদ নবাব’কে মনে পড়ে? সলমন খানকে জঙ্গি ভেবে প্রথমে যে তাঁর পিছন পিছন ধাওয়া করেছিল৷ তারপরে সম্পূর্ণ ঘটনা শুনে সলমনকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল এই সাংবাদিকই৷ তবে বারবারই আলোচনার মূলে উঠে এসেছে সাংবাদিক চাঁদ নবাবের সাংবাদিকতার পদ্ধতি৷ কথনও সাইকেলে চড়ে সলমনের পিছনে ধাওয়া করতে দেখা গিয়েছে তাঁকে৷ কখনও বা খবর করতে গিয়ে বারংবার করে গিয়েছেন হাস্যকর ভুল৷ হিরো কেন্দ্রিক সিনেমায় একটি অনন্য চরিত্র হয়ে উঠেছিলেন চাঁদ নবাব৷ তবে কেবল রিল লাইফে নয়, রিয়েল লাইফে সত্যিই এমন একজন সাংবাদিক রয়েছেন পাকিস্তানে৷ এখন জানা যাচ্ছে, তিনি একা নন, আরও একজন সাংবাদিক আছেন, যিনিও কাজেকর্মে চাঁদ নবাবের থেকে কম কিছু নন৷ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তিনি৷

[ফের চমক, গলফ খেলতে গিয়ে বিয়ের আসরে ঢুকে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট]

Advertisement

বর্ষার মরশুমে বৃষ্টিতে ভেসে গিয়েছে লাহোরের একাধিক অংশ৷ শহরে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি৷ আর এই দুর্যোগের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছেন রিয়েল লাইফের এই চাঁদ নবাব৷ যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে এক পাক সাংবাদিককে দেখা যাচ্ছে বন্যার খবর সম্প্রচার করতে৷ তবে পায়ে হেঁটে বা নৌকায় চড়ে নয়, নদী বা সমুদ্র বা সুইমিং পুলে স্নানের জন্য যে ফ্লোটিং টিউব ব্যবহার করা হয় তাতে চড়েই খবর সংগ্রহ করছেন ওই পাক টেলিভিশন সাংবাদিক৷ এই ভিডিও প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে৷ শুরু হয়েছে মশকরা৷

[মার্কিন মুলুকে ছেয়ে গিয়েছে নিষিদ্ধ ড্রাগ ‘ট্রাম্প পিল’, উদ্ধার করল পুলিশ]

কেবল তাই নয় প্রকাশিত ভিডিও-তে ওই সাংবাদিককে বলতে শোনা যাচ্ছে, তিনি যেহেতু ফ্লোটিং টিউবে চড়ে চড়ে খবর করছেন, ফলে এর থেকেই বোঝা যায় শহরের বন্যা পরিস্থিতি কতটা প্রবল৷ এমনকী তাঁকে এও বলতে শোনা যায় যে, এই পরিস্থিতি উপভোগ করছেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement