ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদ নিয়ে ফের প্রকাশ্যে পাকিস্তানের দু’মুখো নীতি। পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই নিরাপত্তা বাড়ানো হয়েছে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহারের। কাশ্মীরে ভয়াবহ হামলার সপ্তাহ খানেক আগেই পাকিস্তানে মৌলবাদীদের একটি সভায় ভাষণ দিতে দেখা যায় আজহারকে। সেই সভার নিরাপত্তায় মোতায়েন ছিল পাক পুলিশ ও সেনাকর্মীরা।
[কুলভূষণ মামলায় ধাক্কা পাকিস্তানের, শুনানি মুলতুবির আবেদন খারিজ]
এক প্রথমসারির সংবাদমাধ্যম সূত্রে খবর, ৫ ফেব্রুয়ারি পেশোয়ারে একটি জনসভায় বক্তব্য রাখে মৌলানা। পাক সেনার প্রশংসা করে সে বলে, “এককালে উর্দি পরিহিত ভাইরা আমাদের পতাকা খুলে নিত। কিন্তু আজ তারা আমাদের পতাকার নিচেই কদম মিলিয়ে হাঁটছে।” মাসুদের বয়ানে স্পষ্ট হয়ে পড়েছে যে খাতায় কলমে জইশকে নিষিদ্ধ ঘোষণা করলেও, রাওয়ালপিন্ডির সমর্থন রয়েছে জঙ্গি সংগঠনটির প্রতি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের নির্বাচিত সরকার যে কাষ্ঠপুত্তলিকা মাত্র তা সর্বজনবিদিত। ফলে পাক প্রধানমন্ত্রী যতোই প্রমাণ চেয়ে ভারতের বিরুদ্ধে সুর চড়ান না কেন, তিনি ভালই জানেন সংবাদ সম্মেলনে আইএসআই দেওয়া স্ক্রিপ্টই তাকে পড়তে হবে। উল্লেখ্য, নিজের ভাষণে মৌলানা বলেছিল, গুগলে পুলওয়ামার যে কোনও মেয়ের নাম সার্চ করলেই জইশের পতাকা ভেসে উঠবে। কাশ্মীরের ঘরে ঘরে জইশের পতাকা পাওয়া যাবে। ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে ওই জঙ্গিনেতা আরও বলে, কাশ্মীর থেকে সেনা সরাতে বাধ্য হবে ভারত। যতদিন তা হচ্ছে না, ততদিন আফজল গুরুর মতো আরও জেহাদি উপত্যকায় প্রবেশ করবে। মৌলানার বক্তব্যের কদিন পরই আত্মঘাতী জঙ্গি হানায় পুলওমায় শহিদ হন ৪৯জন সিআরপিএফ জওয়ান। সব মিলিয়ে পাকিস্তানেই যে হামলার শিকড় তা স্পষ্ট।
উল্লেখ্য, মুম্বই হামলা থেকে শুরু করে পাঠানকোট বা উরি৷ একের পর এক নাশকতার ক্ষেত্রে উঠে এসেছে পাক মদতপুষ্ট বিভিন্ন জঙ্গি সংগঠনের নাম৷ প্রত্যেকবার পাকিস্তানের হাতে যথাযথ প্রমাণ তুলে দিয়েছে নয়াদিল্লি৷ এমনকী, আন্তর্জাতিক মহলেও পেশ করা হয়েছে সেই সমস্ত প্রমাণ৷ কিন্তু দোষীদের শাস্তি দেওয়া তো দূরের কথা, প্রত্যেকবারই সন্ত্রাসবাদ ইস্যু এড়িয়ে গিয়েছে ইসলামাবাদ৷ তারা মানতেই চায়নি, ওই দেশের মাটি আসলে সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে৷ সেখানে খেয়ে-পড়ে-বেঁচে থেকে পড়শি দেশে নাশকতার ছক কষছে মাসুদ আজহার, হাফিজ সইদরা৷ এবারও অবস্থার কোনও পরিবর্তন হল না৷ এবারও একই সুর শোনা গিয়েছে পাক প্রধানমন্ত্রীর গলায়৷ এবারও জঙ্গি যোগের কথা অস্বীকার করেছেন তিনি৷ উলটে ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ইমরান৷
[পুলওয়ামা হামলায় ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে: ডোনাল্ড ট্রাম্প]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.