ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করেছিলেন বাবা। সেই ‘অপরাধে’র শাস্তি দিতে ওই হিন্দু ব্যক্তির মাথা কেটে ফেলল একদল মুসলিম যুবক। পাকিস্তানের (Pakistan) এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত, পাকিস্তানে সংখ্যালঘু হিন্দুদের অবস্থা অত্যন্ত শোচনীয়। নারী নির্যাতন থেকে ধর্মীয় হিংসা-একাধিক ক্ষেত্রেই হেনস্তার শিকার হন হিন্দু জনতা।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই রেশমা ভিল নামে এক হিন্দু তরুণীকে উত্যক্ত করছিল একদল মুসলিম যুবক। মেয়ের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদ করেন শাহদাদপুর এলাকার বাসিন্দা বছর ৫০-এর আমলাখ ভিল। মুসলিম যুবকদের সাফ জানিয়ে দেন, তাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করবেন তিনি।
সেইমতোই ওই যুবকদের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন আমলাখ। তবে পুলিশের তরফে অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তারপরেই গত মঙ্গলবার আমলাখকে খুন করে ওই যুবকের দল। জানা গিয়েছে, প্রবল মারধর করার পরে দেহ থেকে মাথা কেটে ফেলে দেওয়া হয় তাঁর। তবে পুলিশের তরফে সাফাই দিয়ে বলা হয়েছে, আমলাখের মেয়ে অভিযুক্তদের শনাক্ত করতে পারেননি। তাই অভিযোগের কিনারা করা যায়নি। প্রসঙ্গত, মার্চ মাসেও হিন্দু বিদ্বেষের শিকার হন পাকিস্তানের এক হিন্দু চিকিৎসক। প্রকাশ্যে রাস্তার মধ্যেই তাঁকে গুলি করে পালিয়ে যায় আততায়ীরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.