সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধিকৃত কাশ্মীরকে জঙ্গি প্রশিক্ষণ শিবিরে পরিণত করেছে পাকিস্তান। সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনকে চিঠি লিখে এই অভিযোগই জানালেন বালুচিস্তানের মানবাধিকার আন্দোলনের নেতা আমজাদ আয়ুব মির্জা (Amjad Ayub MirzaZ)। এর পাশাপাশি অধিকৃত কাশ্মীরের নাগরিকদের উপর পাকিস্তানের সরকার অকথ্য অত্যাচার চালাচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
সোমবার এপ্রসঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ইমরানের সরকার কী করছে তা আজ গোটা বিশ্ব জানে। সেখানকার সাধারণ মানুষের উপর অকথ্য অত্যাচার চালানোর পাশাপাশি ওই অঞ্চলে প্রচুর জঙ্গি প্রশিক্ষণ শিবির খুলেছে পাকিস্তানের প্রশাসন। সেখানে যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিয়ে জঙ্গি তৈরি করা হচ্ছে। পরে তাদের ভারতে অনুপ্রবেশ করে কাশ্মীরে হামলা চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে এই সব কাজে শিশু এবং নাবালকদেরও ব্যবহার করছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। এই সংক্রান্ত সবকিছু বিষয় নিয়ে জো বিডেন (Joe Biden) -কে একটি চিঠি লিখেছি। তাতে ইসলামাবাদকে এই ধরনের কাজ থেকে বিরত করার অনুরোধ জানিয়েছি। পাকিস্তান সরকারকে অধিকৃত কাশ্মীর থেকে সেনা প্রত্যাহার করার বিষয়ে তিনি যেন জোর করেন সেই দাবিও রেখেছি।’
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার জন্য বিডেনকে অভিনন্দন জানিয়ে আয়ুব মির্জা চিঠিতে লিখেছেন, ‘আপনার জয় হোয়াইট হাউসে নতুন আশার আলো জাগিয়েছে। গোটা বিশ্ব আপনাকে ত্রাণকর্তা হিসেবে দেখতে চাইছে। তাই এই চিঠি আপনাকে পাঠানোর দুঃসাহস দেখাতে পারছি আমি। পাকিস্তান সরকার আমাদের ৩২ হাজার বর্গমাইল এলাকা অবৈধভাবে দখল করে যা খুশি করছে। এর ফলে এখানকার মানুষরা অসহনীয় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, কৃষি, পরিবহণ ও বিভিন্ন প্রয়োজনীয় পরিষেবার অবস্থা খুব শোচনীয়। এর ফলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের যুবক-যুবতীরা বাধ্য হয়ে কাজের সন্ধানে নিজের জন্মভূমি ছেড়ে অন্য দেশে পাড়ি দিচ্ছেন। আমাকে যদি হোয়াইট হাউসে এবিষয়ে বক্তব্য রাখার সুযোগ দেন তাহলে পাকিস্তানের কুর্কীতির সমস্ত প্রমাণ আমি দিতে পারব।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.