সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদের বিরুদ্ধে তীব্র লড়াই চালাচ্ছে পাকিস্তান। এর জন্য তাদের অনেক আত্মত্যাগও করতে হচ্ছে। শুক্রবার এই দাবি করলেন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাউ লিজিয়ান (Zhao Lijian)। তাঁর বক্তব্যের কথা প্রকাশ পেতেই হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়।
Terrorism is a common challenge faced by all countries. Pakistan has made tremendous efforts and sacrifice in fighting terrorism. The international community should recognise & respect that. China opposes all kinds of terrorism: Chinese Foreign Ministry spokesperson Zhao Lijian pic.twitter.com/eXwFm2FS4y
— ANI (@ANI) September 11, 2020
গোটা বিশ্ব যখন পাকিস্তানকে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর বলে চিনতে পেরেছে তখনও প্রিয়বন্ধুর সঙ্গ ছাড়তে নারাজ বেজিং। শুক্রবার এপ্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাউ লিজিয়ান বলেন, ‘সন্ত্রাসবাদ (Terrorism) সমস্ত দেশের কাছেই একটা কমন চ্যালেঞ্জ। এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে অক্লান্ত লড়াই করছে পাকিস্তান। এর জন্য তাদের অনেক আত্মত্যাগও করতে হচ্ছে। আন্তর্জাতিক মহলের উচিত তাদের এই উদ্যোগকে স্বীকৃতি দিয়ে সম্মান জানানো। চিনও সমস্ত ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে।’
ভারতকে বার্তা দিতে পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা উল্লেখ করার পাশাপাশি টিকটক (TikTok) -এর বিরুদ্ধে আমেরিকার পদক্ষেপের কড়া সমালোচনা করেন লিজিয়ান। ওয়াশিংটনকে আক্রমণ করে তিনি বলেন,’ নিজেদের জাতীয় সুরক্ষার দোহাই দিয়ে অন্য দেশগুলির কিছু বিশেষ কোম্পানির বিরুদ্ধে সরকারি ক্ষমতাকে কাজে লাগাচ্ছে আমেরিকা। চিন এই পদক্ষেপের তীব্র নিন্দা করছে।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.