Advertisement
Advertisement

‘সাহায্যের বিনিময়ে পাকিস্তান শুধু প্রতারণাই করেছে’, আক্রমণাত্মক ট্রাম্প

আমেরিকা-পাক মনোমালিন্য এবার প্রকাশ্যেই।

Pakistan has given us lies and deceit, says Donald Trump
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 1, 2018 2:57 pm
  • Updated:January 1, 2018 2:58 pm  

 সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক সন্ত্রাসে সহযোগিতা বন্ধ না করলে পাকিস্তানকে দেওয়া মার্কিন অনুদান ফিরিয়ে নেওয়া হবে। সোমবার এক টুইটে একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

[ইসলামাবাদে মার্কিন দাদাগিরি মানব না, চরম হুঁশিয়ারি পাক সেনার]

টুইটে ট্রাম্প লিখেছেন, “২০১২ থেকে বোকার মতো আমেরিকা পাকিস্তানকে ৩৩ বিলিয়ন ডলারেরও বেশি অঙ্কের আর্থিক অনুদান দিয়ে আসছে। বিনিময়ে মিথ্যা প্রতিশ্রুতি আর প্রতারণা ছাড়া কিছুই পায়নি। আমাদের নেতাদের বোকা ভেবেই পাকিস্তান এই কাজ করেছে। আফগানিস্তানে তালিবান জঙ্গিদের খুঁজে বের করতে আমরা প্রাণপাত করছি। আর পাকিস্তান সেই সব জঙ্গিদের নিরাপদ আশ্রয় দিচ্ছে।”

Advertisement

পাকিস্তান যে দীর্ঘদিন ধরে জঙ্গি নেটওয়ার্ক ধ্বংস করার কাজে কোনওরকম উচ্চবাচ্চ করছে না তা নিয়ে বিরক্ত মার্কিন প্রশাসন। পাকিস্তানকে আদৌ ২৫৫ বিলিয়ন ডলার অঙ্কের বার্ষিক অনুদান দেওয়া হবে কি না সন্দেহ তৈরি হয়েছে। বেশ কিছুদিন ধরেই মার্কিন প্রশাসনে এটি একটি আলোচ্য বিষয়। এদিকে মার্কিন প্রেসিডেন্টের টুইটের প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিদেশমন্ত্রী খাজা আসিফ বলেছেন, “খুব শীঘ্রই ট্রাম্পের টুইটের প্রতিক্রিয়া দেওয়া হবে।”

[মহিলাদের হজযাত্রা প্রসঙ্গে মোদিকে তীব্র আক্রমণ মুসলিম ল বোর্ডের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement