সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক সন্ত্রাসে সহযোগিতা বন্ধ না করলে পাকিস্তানকে দেওয়া মার্কিন অনুদান ফিরিয়ে নেওয়া হবে। সোমবার এক টুইটে একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টুইটে ট্রাম্প লিখেছেন, “২০১২ থেকে বোকার মতো আমেরিকা পাকিস্তানকে ৩৩ বিলিয়ন ডলারেরও বেশি অঙ্কের আর্থিক অনুদান দিয়ে আসছে। বিনিময়ে মিথ্যা প্রতিশ্রুতি আর প্রতারণা ছাড়া কিছুই পায়নি। আমাদের নেতাদের বোকা ভেবেই পাকিস্তান এই কাজ করেছে। আফগানিস্তানে তালিবান জঙ্গিদের খুঁজে বের করতে আমরা প্রাণপাত করছি। আর পাকিস্তান সেই সব জঙ্গিদের নিরাপদ আশ্রয় দিচ্ছে।”
The United States has foolishly given Pakistan more than 33 billion dollars in aid over the last 15 years, and they have given us nothing but lies & deceit, thinking of our leaders as fools. They give safe haven to the terrorists we hunt in Afghanistan, with little help. No more!
— Donald J. Trump (@realDonaldTrump) January 1, 2018
পাকিস্তান যে দীর্ঘদিন ধরে জঙ্গি নেটওয়ার্ক ধ্বংস করার কাজে কোনওরকম উচ্চবাচ্চ করছে না তা নিয়ে বিরক্ত মার্কিন প্রশাসন। পাকিস্তানকে আদৌ ২৫৫ বিলিয়ন ডলার অঙ্কের বার্ষিক অনুদান দেওয়া হবে কি না সন্দেহ তৈরি হয়েছে। বেশ কিছুদিন ধরেই মার্কিন প্রশাসনে এটি একটি আলোচ্য বিষয়। এদিকে মার্কিন প্রেসিডেন্টের টুইটের প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিদেশমন্ত্রী খাজা আসিফ বলেছেন, “খুব শীঘ্রই ট্রাম্পের টুইটের প্রতিক্রিয়া দেওয়া হবে।”
We will respond to President Trump’s tweet shortly inshallah…Will let the world know the truth..difference between facts & fiction..
— Khawaja M. Asif (@KhawajaMAsif) January 1, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.