Advertisement
Advertisement

Breaking News

Pakistan

ইমরানকে ‘বাঁচাতে’ পুলিশকেই পেটাল পুলিশ, পাকিস্তানে রুদ্ধশ্বাস নাটক

গিলগিট-বাল্টিস্তান হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের অংশ।

Pakistan Govt Transfers Gilgit-Baltistan's Inspector IGP Over Force's Use Against Punjab Police
Published by: Monishankar Choudhury
  • Posted:March 16, 2023 10:02 am
  • Updated:March 16, 2023 10:02 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানে রুদ্ধশ্বাস নাটক। এবার প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে বাঁচাতে পুলিশকেই পেটাল পুলিশ। এই ঘটনায় আবারও পাক প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্দরের সংঘাত স্পষ্ট।

দিনদুয়েক ধরেই লাহোরের জামান পার্কে ইমরান খানের (Imran Khan) বাড়ি কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। তোষাখানা মামলায় তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে পাক আদালত। ইমরানকে গ্রেপ্তার করতে বুধবার তাঁর বাড়ির কাছে পৌঁছে য়ায় পুলিশ। কিন্তু পুলিশকে বাধা দিতে হাজির হন তাঁর সমর্থকরা। ইট, পাথরের বৃষ্টি হতে থাকে পুলিশের উপরে। পুলিশও পালটা ছুঁড়তে থাকে কাঁদানে গ্যাস ও জলকামান। সব মিলিয়ে পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। শেষ পর্যন্ত ২৪ ঘণ্টার উত্তেজনা শেষে পিছু হটে পাক পুলিশ। এরপরই লাহোর হাই কোর্ট নির্দেশ দেয় বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ইমরানকে গ্রেপ্তার করতে অভিযান চালানো যাবে না।

Advertisement

[আরও পড়ুন: অজি প্রধানমন্ত্রীর আশ্বাসেও হল না লাভ, খলিস্তানি তাণ্ডবে বন্ধ ব্রিসবেনের ভারতীয় দূতাবাস]

এহেন পরিস্থিতিতে প্রকাশ্যে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ইমরান খানকে ‘বাঁচাতে’ ইসলামাবাদ পুলিশ, পাঞ্জাব পুলিশ ও পাক রেঞ্জারদের উপর হামলা চালায় গিলগিট-বাল্টিস্তানের পুলিশ বাহিনী। এই সংঘর্ষের কথা জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। এদিকে, এই খবর প্রকাশ্যে আসতেই গিলগিট-বাল্টিস্তানের পুলিশ বাহিনীর আইজিপি মহম্মদ সইদকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে দার আলি খান খট্টককে। দায়িত্ব নিয়েই ইমরানের নিরাপত্তার দায়িত্বে থাকা গিলগিট-বাল্টিস্তান পুলিশের কর্মীদের জামান পার্ক থেকে সরিয়ে নিয়েছেন খট্টক।

ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের এক শীর্ষ নেতার স্পষ্ট কথা, “আমরা পাঞ্জাব পুলিশকে বিশ্বাস করি না। ইমরান খানের নিরারত্তার জন্যই গিলগিট-বাল্টিস্তান পুলিশ মোতায়েন ছিল। তারা কোনও বেআইনি কাজ করেনি।” উল্লেখ্য, গিলগিট-বাল্টিস্তান হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের অংশ। সেখানকার বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরেই ইসলামাবাদের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে।

[আরও পড়ুন: ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ’, চিনের দাবি উড়িয়ে ঐতিহাসিক প্রস্তাব পাশ মার্কিন সেনেটে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement