সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তান ইস্যুতে আমেরিকার পিঠে পিছন থেকে আঘাত করেছে পাকিস্তান৷ দু’মুখো নীতিতে আমেরিকার বিশ্বাসভঙ্গ করেছে তারা। মুখে লড়াইয়ের কথা বললেও, গোপনে তালিবানদের সঙ্গে হাত মেলায় তৎকালীন পাক প্রশাসন৷ একটি প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন মার্কিন সেনার অবসরপ্রাপ্ত কর্নেল লরেন্স সেলিন৷ তিনি বলেন, কেবল তালিবানই নয়, আমেরিকার বিরুদ্ধে তারা যোগসাজশ চালিয়ে যায় অন্যান্য জঙ্গি সংগঠনের সঙ্গেও৷
[‘সেলাম’ নয় পাকিস্তানের এই স্কুলে পড়ুয়ারা বলছে ‘জয় শ্রীরাম’]
মার্কিন সেনার হয়ে, আফগানিস্তান, উত্তর ইরাক ও পশ্চিম আফ্রিকায় কাজ করেন লরেন্স সেলিন৷ তিনি জানান, ২০০১-য়ে আফগানিস্তানে তালিবানদের উপরে মার্কিন সেনা ব্যাপক গোলাবর্ষণ করতে শুরু করে৷ তখন আড়াল থেকে জঙ্গি গোষ্ঠীকে অস্ত্র সাহায্য দেয় পাকিস্তান৷ তালিবান, আল-কায়দাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন তৎকালীন পাক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ৷ সেই উদ্দেশে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর তৎকালীন ডিরেক্টর মহম্মদ আহমেদের সঙ্গে বৈঠকও করেন তিনি৷ মার্কিন সেনার অবসরপ্রাপ্ত কর্নেলের অভিযোগ, দিনের পর দিন আমেরিকার থেকে আর্থিক সাহায্য নিয়েছে পাকিস্তান৷ তাদের প্রতিরক্ষা খাতে উন্নয়নের জন্য প্রচুর ডলার নষ্ট করেছে মার্কিন প্রশাসন৷ পরিবর্তে সতেরো বছর ধরে ওয়াশিংটনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ইসলামাবাদ এবং সাহায্য করে গিয়েছে তালিবান, আল-কায়দা ও হাক্কানি নেটওয়ার্ককে৷ তিনি আরও বলেন, আফগান ইস্যুতে পাকিস্তানের অবস্থান মৃত্যুর কয়েকদিন আগে স্পষ্ট করেন প্রাক্তন আইএসআই প্রধান মহম্মদ আহমেদ৷ ‘তালিবানদের জন্মদাতা’ নামে পরিচিত এই ব্যক্তির একটি উর্দু সাক্ষাৎকারে পাকিস্তানের অবস্থান স্পষ্ট হয়ে যায়৷
কেবল পাকিস্তানই নয়৷ আফগান ইস্যুতে চিনের সমালোচনা করেন কর্নেল লরেন্স সেলিন৷ তিনি বলেন, কেবল অর্থ ও অস্ত্র সাহায্য দিয়েই পাকিস্তানকে সাহায্য করছে না চিন৷ ইসলামাবাদকে ঢাল করে গোপনে তালিবানদের সঙ্গে যোগাযোগ রাখছে বেজিং৷ উদ্দেশ্য চরিতার্থ করতে চিন, রাশিয়া, ইরান ও পাক আইএসআই গোপনে বৈঠকও করেছে বলে জানান প্রাক্তন এই মার্কিন কর্নেল৷
[ফাঁস বিস্ফোরক তথ্য, যৌনকেচ্ছা ও ঘুষ মামলায় জেরবার ট্রাম্প]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.