Advertisement
Advertisement
Imran Khan

ইমরান ও তাঁর স্ত্রীকে ১৪ বছরের সাজা দিল পাক আদালত

গতকালই ইমরানকে ১০ বছরের সাজা শোনানো হয়েছিল সাইফার মামলায়।

Pakistan Ex-PM Imran Khan, wife get 14 Years jail in corruption case। Sangbad Pratidin

আরও অস্বস্তিতে ইমরান

Published by: Biswadip Dey
  • Posted:January 31, 2024 12:20 pm
  • Updated:January 31, 2024 12:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবারই সাইফার মামলায় ইমরান খানকে ১০ বছরের জন্য কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের (Pakistan) আদালত। পরের দিনই দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা শোনানো হল প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে। তাঁকে একা নয়, একই সাজা দেওয়া হয়েছে ইমরানের (Imran Khan) স্ত্রী বুশরা বিবিকে। এক সপ্তাহ পরেই পাকিস্তানে নির্বাচন। তার আগেই প্রবল অস্বস্তিতে বর্ষীয়ান রাজনীতিক।

কেবলই কারাবাসের সাজা নয়। এরই সঙ্গে পাকিস্তানি মুদ্রায় তাঁদের প্রায় ৭৯ কোটি টাকা জরিমানাও করা হয়েছে। এই রায়ের পরই ক্ষোভ উগরে দিয়েছে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ তথা পিটিআই। সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমাদের বিচার ব্যবস্থা, যা ক্রমেই ভঙ্গুর হয়ে পড়েছে, তার জন্য আর একটা দুঃখের দিন।’

Advertisement

[আরও পড়ুন: বাজেট অধিবেশনেই CAA লাগুর পরিকল্পনা! কোন পথে হাঁটছে কেন্দ্র?]

এদিকে ইমরান গত আগস্ট থেকে জেলে থাকলেও এখনও গ্রেপ্তার করা হয়নি বুশরা বিবিকে।
প্রসঙ্গত, ২০২২ সালের এপ্রিলে ক্ষমতা হারান ইমরান খান। অনাস্থা ভোটে হেরে যান তিনি। গত বছর, ২০২৩ সালের ৫ আগস্ট তাঁকে কারাদণ্ড দেয় ইসলামাবাদ আদালত। যদিও ডিসেম্বরে ইমরানকে জামিন দেয় পাক সুপ্রিম কোর্ট। কিন্তু তাঁর বিরুদ্ধে একাধির মামলা চলার ফলে এখনও জেলেই রয়েছেন ইমরান। এর মধ্যেই তাঁকে এই সাজা শোনাল আদালত। সব মিলিয়ে নতুন বছরে নতুন করে অস্বস্তিতে পড়লেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।

[আরও পডুন: আরএসএস নেতা খুনে পপুলার ফ্রন্টের ১৫ সদস্যকে মৃত্যুদণ্ড দিল কেরলের আদালত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement