Advertisement
Advertisement

২০২৫-এর মধ্যে পাকিস্তানের ভাণ্ডারে ২৫০টি পারমাণবিক বোমা!

সিঁদুরে মেঘ দেখছে ভারত৷

Pakistan could become world's 5th largest nuclear weapons state
Published by: Monishankar Choudhury
  • Posted:September 6, 2018 12:36 pm
  • Updated:September 6, 2018 12:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আমিই মৃত্যু, আমিই কাল৷’ প্রথম পারমাণবিক বিস্ফোরণের পর গীতার এই প্রবাদই আউরে ছিলেন প্রলয়ঙ্করী অস্ত্রটির জনক বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমার৷ লেলিহান অগ্নিশিখায় সেদিন মৃত্যুর নাচ দেখেছিলেন ওই বিজ্ঞানী৷ নিজেও বুঝতে পেরেছিলেন অবোধ  শিশুর হাতে ব্রহ্মাস্ত্র দিয়ে ফেলেছেন তিনি৷ তারপর কেটে গিয়েছে কয়েক দশক৷ অস্ত্র প্রতিযোগিতার ফলে বিভিন্ন দেশের হাতে জমেছে পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার৷ সেই তালিকায় রয়েছে পাকিস্তানও৷ এক মার্কিন সংস্থার রিপোর্টে বলা হয়েছে, পারমাণবিক অস্ত্রের সংখ্যায় বিশ্বে পঞ্চম হতে চলেছে পাকিস্তান৷

[নিরাপত্তায় গলদ, জঙ্গিদের নাগালেই পাক পরমাণু বোমা]

Advertisement

মার্কিন সংস্থা ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টস’-এর মতে এই মুহূর্তে দেশটির হাতে রয়েছে প্রায় ১৫০টি পারমাণবিক হাতিয়ার৷ তবে যে দ্রুততায় ইসলামাবাদ অস্ত্র তৈরি করছে তাতে ২০২৫-এর মধ্যে পাক সেনার হাতে চলে আসবে প্রায় ২৫০টি পারমাণবিক অস্ত্র৷ ফলে বিশ্বের পঞ্চম পারমাণবিক শক্তিধর দেশ হয়ে উঠতে চলেছে পাকিস্তান৷ ‘পাকিস্তান নিউক্লিয়ার ফোর্সেস ২০১৮’ নামের রিপোর্টটি তৈরি করেছেন গবেষক হানস ক্রিস্টেনসন, রবার্ট এস নরিস ও জুলিয়া ডায়মন্ড৷ তাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন, ‘অস্থির’ পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র মানেই বিশ্বের জন্য বড়সড় বিপদ৷ এর ফলে পড়শি দেশ বিশেষ করে ভারতের সঙ্গে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা আরও বেড়ে গিয়েছে৷ ওই রিপোর্টে আরও বলা হয়েছে, স্বল্পপাল্লার পারমাণবিক বোমা তৈরিতে বিশেষ জোর দিয়েছে পাক সেনা৷ স্যাটেলাইট থেকে তোলা চিত্রে পাক গতিবিধি স্পষ্ট বোঝা যাচ্ছে৷

এবার প্রশ্ন উঠছে, কেন বা কার বিরুদ্ধে এই বিপুল প্রস্তুতি নিচ্ছে পাক সেনা? প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ভারতকে নজরে রেখেই প্রস্তুত হচ্ছে পাকিস্তান৷ প্রথাগত যুদ্ধে ভারতীয় সেনার সামনে দাঁড়ানো যাবে না, তা ভালই জানে পাক সেনা৷ তাই স্বল্পপাল্লায় ব্যবহারের জন্য পারমাণবিক মিসাইল তৈরি করছে দেশটি৷ ইতিমধ্যেই একাধিকবার ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহারে হুমকি দিয়েছে পাকিস্তান। তাদের দাবি, ভারতের ‘কোল্ড স্টার্ট’ ডকট্রাইনে জল ঢেলে দেবে স্বল্প দূরত্বের পারমাণবিক মিসাইল৷ ভারত হামলা করলে ওই পারমাণবিক মিসাইলের সাহায্যে পালটা হামলা চালানো হবে৷ এমন পরিস্থিতিতে মার্কিন রিপোর্টে ছড়িয়েছে উদ্বেগ৷

[নেহেরুর দাঁতের ডাক্তারের ছেলে বসলেন পাক রাষ্ট্রপতির আসনে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement