সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত এবার আরও তীব্র, আরও প্রবল। গুলি চালিয়ে ভারতের ড্রোন নামিয়েছি, দাবি করল পাক সেনা। পাক রেঞ্জার্সের অভিযোগ, নিয়ন্ত্রণরেখার ওপারে পাক সীমান্তের কাছে নজরদারি চালাচ্ছিল ভারতের একটি কোয়াডকপ্টার বাণিজ্যিক ড্রোন। পাক সেনা সেটি দেখতে পেয়ে গুলি চালিয়ে মাটিতে নামিয়ে আনে। পাকিস্তানের মেজর জেনারেল আসিফ ঘাফুর ড্রোনটির ছবিও পোস্ট করেছেন টুইটারে। তিনি দাবি করেছেন, অগাহি পোস্টের কাছে পাক সীমান্তের ভিতর প্রায় ৬০ মিটার পর্যন্ত ঢুকে এসেছিল চালকবিহীন ড্রোনটি। গুলি করে সেটিকে অগাহির কাছেই নামিয়ে আনা হয় ও দখল নেওয়া হয়।
Indian quadcopter spying across LOC in Rakhchikri sector shot down by Pak Army shooters. Wreckage held. pic.twitter.com/g9FG7EghPS
— Maj Gen Asif Ghafoor (@OfficialDGISPR) October 27, 2017
যদিও পাকিস্তানের তরফে আনুষ্ঠানিকভাবে এই নিয়ে কোনও বক্তব্য বা প্রতিবাদ পেশ করা হয়নি। পাক বিদেশমন্ত্রক বা স্বরাষ্ট্রমন্ত্রকও কোনও অভিযোগ জানায়নি। স্বাভাবিকভাবে, ভারতও দাবি করেনি যে ড্রোনটি নয়াদিল্লিরই। বরং কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা প্রসঙ্গটি এড়িয়েই গিয়েছেন এককথায়। পাক সেনার মিডিয়া শাখার দাবি, রাখ চিকরি সেক্টরের কাছে উড়ছিল ড্রোনটি। ড্রোনে লাগানো ক্যামেরায় ছবি উঠছিল পাক সেনা ও তাদের অস্ত্রশস্ত্রের। তখনই পাক সেনা গুলি চালিয়ে ড্রোনটি নামিয়ে আনে। পাকিস্তানের এই দাবি অবশ্য এই প্রথম নয়। গতবছরের নভেম্বরে পাক সেনার মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনের প্রাক্তন প্রধান আসিম বাজওয়াও একই দাবি করেছিলেন। সেবারও ভারত এই অভিযোগ স্বীকার করেনি।
Indian Quad Copter shot down by own Aagahi Post in Rakhchakri Sec.Had intruded 60 Ms in Pak side of LOC,fell near own Agahi Post&taken over
— Gen Asim Bajwa (@AsimBajwaISPR) November 19, 2016
তবে এবারের পরিস্থিতি গতবছরের চেয়ে একটু আলাদা। বেশ কিছুদিন ধরেই ভারতীয় সেনার আধুনিকীকরণের জন্য সশস্ত্র মার্কিন ড্রোন কেনার কথা ভাবছে প্রতিরক্ষামন্ত্রক। নির্মলা সীতারমণ মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পরই সেই দাবি এবার পূরণ হওয়ার পথে। ভারতকে সশস্ত্র ড্রোনগুলি বিক্রি করতে ট্রাম্প প্রশাসনও রাজি। ভারতীয় বায়ুসেনা ওই ড্রোনগুলি ব্যবহার করবে। ড্রোনগুলি হাতে পেয়ে গেলে সেনার শক্তি বেশ কয়েকগুণ বেড়ে যাবে। অন্তত ৮০-১০০টি এরকম ড্রোন চায় ভারত। সবমিলিয়ে ৮ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হতে পারে ভারত ও আমেরিকার মধ্যে। পাকিস্তান কোনওমতেই চায় না ড্রোনগুলি হাতে পাক ভারতীয় সেনা। শুক্রবারই ভারতকে সশস্ত্র ড্রোন বিক্রির নিয়ে আমেরিকার কাছে তীব্র আপত্তি জানিয়েছে পাকিস্তান। পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেছেন, আমেরিকা ড্রোন বিক্রি করলে দক্ষিণ এশিয়ায় অস্ত্র প্রতিযোগিতা এবং যুদ্ধের সম্ভাবনা বেড়ে যাবে। সশস্ত্র ড্রোন পেলে ভারত আরও আগ্রাসী হয়ে উঠবে। ফলে প্রতিবেশী দেশগুলির নিরাপত্তা বিঘ্নিত হবে। সামরিক ‘মিসঅ্যাডভেঞ্চার’ শুরু করবে নয়াদিল্লি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.