Advertisement
Advertisement

Breaking News

যুদ্ধ করে কাশ্মীর জিততে পারবে না পাকিস্তান: হিনা

যুদ্ধ করে পাকিস্তানের কাশ্মীর দখল করা সম্ভব নয়৷ এ কথা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন প্রাক্তন পাক বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার৷

Pakistan cannot conquer Kashmir through war says Hina Rabbani Khar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 28, 2016 5:06 pm
  • Updated:June 28, 2016 5:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধ করে পাকিস্তানের কাশ্মীর দখল করা সম্ভব নয়৷ এ কথা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন প্রাক্তন পাক বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার৷ দেশের অভ্যন্তরীণ অবস্থা এবং বাইরের দেশগুলির সঙ্গে সম্পর্ক নিয়ে মন্তব্য করতে গিয়েই এ কথা জানান তিনি৷

ভারত-পাকিস্তানের কাছে কাশ্মীর এক দীর্ঘসূত্রী সমস্যা৷ দুই দেশেরই সরকার রদবদল হয়েছে এবং এই সমস্যাকে ভিত্তি করে ফায়দা তুলেছে দু’দেশের রাজনৈতিক দলগুলি৷ কিন্তু কোনওভাবেই সমস্যা মেটেনি৷ এবার এ নিয়ে সরাসরি মুখ খুললেন প্রাক্তন পাক বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার৷ তাঁর সাফ কথা, “পাকিস্তান যদি ভাবে যুদ্ধ করে কাশ্মীর জেতা যাবে, তবে তা সম্ভব নয়৷”তিনি জানান, পাকিস্তানের মানুষ বিশ্বাস করেন ভারতে বিজেপি সরকার ও পাকিস্তানে সামরিক শাসন থাকলে  তবেই সমস্যা মিটবে৷ কিন্তু তিনি তা মনে করেন না৷ কেননা তাঁর মতে পারভেজ মুশারফের আমলে এই সমস্যা মেটানোর পর্যাপ্ত সুযোগ এসেছিল৷ কিন্তু তা কার্যকরী হয়নি৷ বৈরিতার পরিবেশে এ সমস্যা যে কোনওভাবেই মেটার নয় তা স্পষ্টভাবে জানিয়ে দিলেন তিনি৷ এ প্রসঙ্গে পাকিস্তানের ভিতরের অবস্থার উল্লেখ করে হিনা বলেন, “৬০ বছর ধরে আমরা দেশের শিশুদের শুধু প্রতিবেশী দেশগুলিকে হিংসা করতে শিখিয়ে এসেছি৷ আগে ছিল ভারত, এখন যোগ হয়েছে আফগানিস্তানও৷”

Advertisement

তাহলে কীভাবে এই সমস্যা মোকাবিলা করা সম্ভব? হিনার মতে পাকিস্তানের বিদেশমন্ত্রক বর্তমানে প্রতিক্রিয়াশীল কিন্তু কাজে কিছু করে না৷ ফলত সমস্যার সমাধান নয়, শুধু কথার উপর কথা জমছে৷ বরং সমস্যা নিয়ে যদি ধারবাহিকভাবে আলোচনা চলে তবেই মীমাংসায় পৌঁছনো সম্ভব বলে মনে করেন তিনি৷ আমেরিকা যে ভারতের প্রতি অনেকটাই সহানুভূতিশীল তার কারণ ভারতের পরমাণু শক্তি কিংবা জোরদার প্রতিরক্ষা ব্যবস্থা বলে মনে করেন না তিনি৷ বরং ভারতের জনগণের শক্তি ও গণতান্ত্রিক ঐতিহ্যই আজ ভারতকে এরকম সুবিধাজনক অবস্থানে নিয়ে এসেছে বলেও তাঁর মত৷ শুধু ভারতের ক্ষেত্রে নয়, বিদেশনীতির ক্ষেত্রে পাকিস্তান যে একের পর এক ভুল করে ফেলেছে এমনটাই মনে করেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement