Advertisement
Advertisement

Breaking News

সন্ত্রাসবাদ ইস্যুতে রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তুলোধোনা করল ভারত

জঙ্গি তৈরির কারখানা হয়ে উঠেছে প্রতিবেশী পাকিস্তান, অভিযোগ ভারতের৷

Pakistan breeding ground for terrorism, says India at UN
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 15, 2017 2:47 pm
  • Updated:March 15, 2017 2:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেনেভায় অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলে পাকিস্তানকে তুলোধোনা করল ভারত৷ জঙ্গি তৈরির কারখানা হয়ে উঠেছে প্রতিবেশী পাকিস্তান, অভিযোগ ভারতের৷

পাশাপাশি, পাকিস্তানে বসবাসকারী সংখ্যালঘুদেরও মূল জনজীবন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে বলে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে সাউথ ব্লক৷ জম্মু ও কাশ্মীরে শান্তির পরিবেশ নষ্ট করতে জঙ্গি অনুপ্রবেশে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে পাকিস্তান, অভিযোগ ভারতের৷

Advertisement

ভারতীয় কূটনীতিবিদ নবনীতা চক্রবর্তী বুধবার জেনেভা সম্মেলনে বলেন, “পাকিস্তান যে শুধু সন্ত্রাসের কারখানা হয়ে উঠেছে তাই নয়, পাকিস্তানে বসবাসকারী সংখ্যালঘুদের প্রতি দুর্ব্যবহার করে নিজেদের লোকেদেরই কোণঠাসা করে রেখেছে ইসলামাবাদ৷” অথচ পড়শি ভারতেই অবস্থাটা সম্পূর্ণ অন্যরকম, রাষ্ট্রসংঘে সেই কথাও তুলে ধরেন ভারতীয় কূটনীতিবিদ৷ তিনি বলেন, “ভারতে সংখ্যালঘুরা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হয়েছেন৷ কিন্তু পাকিস্তানে বসবাসকারী সংখ্যালঘুরা কখনও সেই সুযোগটুকু পেয়েছেন?” সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে পাকিস্তানের কুমিরের কান্নার প্রতিবাদ জানাতে এভাবেই কড়া ভাষায় ইসলামাবাদকে আক্রমণ করে নয়াদিল্লি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement