সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেনেভায় অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলে পাকিস্তানকে তুলোধোনা করল ভারত৷ জঙ্গি তৈরির কারখানা হয়ে উঠেছে প্রতিবেশী পাকিস্তান, অভিযোগ ভারতের৷
পাশাপাশি, পাকিস্তানে বসবাসকারী সংখ্যালঘুদেরও মূল জনজীবন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে বলে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে সাউথ ব্লক৷ জম্মু ও কাশ্মীরে শান্তির পরিবেশ নষ্ট করতে জঙ্গি অনুপ্রবেশে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে পাকিস্তান, অভিযোগ ভারতের৷
India at UN #hrc34
Apart from becoming world’s terrorism factory, Pakistan has also alienated its own people through continued mistreatment pic.twitter.com/xEs7xo1wUk— India at UN, Geneva (@IndiaUNGeneva) March 15, 2017
ভারতীয় কূটনীতিবিদ নবনীতা চক্রবর্তী বুধবার জেনেভা সম্মেলনে বলেন, “পাকিস্তান যে শুধু সন্ত্রাসের কারখানা হয়ে উঠেছে তাই নয়, পাকিস্তানে বসবাসকারী সংখ্যালঘুদের প্রতি দুর্ব্যবহার করে নিজেদের লোকেদেরই কোণঠাসা করে রেখেছে ইসলামাবাদ৷” অথচ পড়শি ভারতেই অবস্থাটা সম্পূর্ণ অন্যরকম, রাষ্ট্রসংঘে সেই কথাও তুলে ধরেন ভারতীয় কূটনীতিবিদ৷ তিনি বলেন, “ভারতে সংখ্যালঘুরা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হয়েছেন৷ কিন্তু পাকিস্তানে বসবাসকারী সংখ্যালঘুরা কখনও সেই সুযোগটুকু পেয়েছেন?” সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে পাকিস্তানের কুমিরের কান্নার প্রতিবাদ জানাতে এভাবেই কড়া ভাষায় ইসলামাবাদকে আক্রমণ করে নয়াদিল্লি৷
A part of the territories of our state remain under forcible and illegal occupation of Pakistan: India at UN pic.twitter.com/aquKaX27ce
— ANI (@ANI_news) March 15, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.