Advertisement
Advertisement

পাকিস্তানের এয়ারপোর্টে শূকরকে ধাক্কা মেরে থমকে গেল বিমান    

অল্পের জন্য রক্ষা পেল 'এথিয়াড এয়ারলাইন্স'-এর একটি বিমান৷

Pakistan-Bound Etihad Airbus A320 Plane Collides with Wild Boar
Published by: Monishankar Choudhury
  • Posted:January 23, 2020 10:03 am
  • Updated:January 23, 2020 10:54 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসলামাবাদ বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেল ‘ইতিহাদ এয়ারলাইন্স’-এর একটি বিমান৷ রানওয়েতে অবতরণের সময়, যাত্রীবাহী বিমানটি বেনজিরভাবে একটি বুনো শূকরকে ধাক্কা মারে ৷ ফলে কিছুক্ষণ থমকে গিয়ে ফের যাত্রা শুরু বিমানটি৷     

জানা গিয়েছে, রবিবার ইসলামাবাদ বিমানবন্দরে নমার সময় এই অঘটনের মুখে পড়ে ‘ইতিহাদ এয়ারলাইন্স’-এর এয়ারবাস এ৩২০ বিমানটি৷ রানওয়ে নম্বর ২৮এল-এ ঘটনাটি ঘটে৷ বিমানবন্দরের এক আধিকারিক জানিয়েছেন, কাঁটাতারের বেড়া নিচে সুড়ঙ্গ খুঁড়ে রানওয়েতে চলে আসে শূকরটি৷ সেই সময়ই যাত্রীবাহী বিমানটি অবতরণ করে৷ যদিও এই ঘটনায় প্লেনটির তেমন কোনও ক্ষতি হয়নি৷ কিছুক্ষণ থমকে গেলেও পড়ে গন্তব্য আবু ধাবির উদ্দেশে পাড়ি দেয় ওই বিমানটি৷ ইসলামাবাদ বিমানবন্দরের রানওয়েতে কোনও প্রাণী ঢুকে পড়ার ঘটনা এই প্রথম  নয়। অনেকবারই এমন হতে দেখা গিয়েছে। কিন্তু বিমানের সঙ্গে বুনো শূকরের ধাক্কা এই প্রথম বলে জানা গিয়েছে। তবে গত ডিসেম্বরেই এমনই এক অঘটনে বিমানের সঙ্গে পাখির ধাক্কা লেগেছিল। সেবার পাখিটি ধাক্কা খায় বিমানের ডান দিকের উইংয়ে।

Advertisement

উল্লেখ্য, পাকিস্তানের বিমানবন্দরগুলির নিরাপত্তা ও পরিষেবা নিয়ে বরাবরই প্রশ্ন উঠে আসছে৷ ২০১৭ সালে করাচি থেকে সৌদি আরবগামী ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’-এর একটি বোয়িং-৭৭৭ বিমান অতিরিক্ত ৭ জন যাত্রী নিয়ে উড়ান ভরে৷ সমস্ত সুরক্ষা নির্দেশ জলাঞ্জলি দিয়ে ওই অতিরিক্ত যাত্রীরা দাঁড়িয়ে থেকে সফর করেন৷ খবরটি ফাঁস হয়ে যাওয়ায় চাপের মুখে পরে তদন্তের নির্দেশ দেয় সরকারি বিমানসংস্থাটি৷ অকর্মণ্যতা ও দুর্নীতির জন্য পাকিস্তানের সরকারি বিমানসংস্থাও সবার কাছে হাসির খোরাক৷ এক রিপোর্টে জানা গিয়েছে যে, একটি বিমানের জন্য প্রায় ৭৫০ জন কর্মী নিয়োগ করেছে সংস্থাটি৷ যদিও আন্তর্জাতিক মানে খুব বেশি হলে একটি বিমানের জন্য  ২০০ জন কর্মীকে নিয়োগ করা যেতে পারে৷ এছাড়াও প্রায় ৩০০ বিলিয়ন টাকার ঋণও রয়েছে ওই বিমানসংস্থাটির উপর৷  

[আরও পড়ুন: অপুষ্টিতে হাড় জিরজিরে দশা সিংহের, ভাইরাল ছবি দেখে চোখে জল পশুপ্রেমীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement