Advertisement
Advertisement
পাকিস্তান

পাক সেনার উপর ভয়াবহ হামলা বালোচ বিদ্রোহীদের, নিহত মেজর-সহ ৭

ঘটনার দায় স্বীকার করেছে 'বালোচ লিবারেশন আর্মি'। 

Pakistan army major, 7 soldiers killed in landmine blast in Balochistan
Published by: Monishankar Choudhury
  • Posted:May 9, 2020 10:23 am
  • Updated:May 9, 2020 10:23 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পাকিস্তানি সেনাবাহিনীর উপর ভয়াবহ হামলা চালাল বালোচ বিদ্রোহীরা। শুক্রবার দক্ষিণ বালোচিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে সেনার এক মেজর-সহ ৭ জওয়ান নিহত হয়েছেন। এই ঘটনার দায় স্বীকার করেছে ‘বালোচ লিবারেশন আর্মি’। 

[আরও পড়ুন: আমেরিকার জাতীয় প্রার্থনা দিবসে হোয়াইট হাউসে উচ্চারিত বৈদিক শান্তি মন্ত্র]

পাক সেনার এক মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার দক্ষিণ বালোচিস্তানের কেচ জেলার ছোট্ট উপত্যকা বুলেদা থেকে ফিরছিলেন ফ্রন্টিয়ার কোরের এক মেজর-সহ ৭ জন। সেসময় তাঁদের গাড়িতে ল্যান্ডমাইন দিয়ে হামলা চালানো হয়। পাকিস্তান-ইরান সীমান্ত থেকে ১৪ কিলোমিটার দূরে এই বিস্ফোরণ ঘটেছে। তিনি জানান, সন্ত্রাসবাদীদের সম্ভাব্য গতিবিধি দেখতেই মেজর-সহ ৭ জনের ওই দলটি বুলেদা উপত্যকায় গিয়েছিল। মৃত মেজরের নাম নাদিম আব্বাস ভাট্টি। তিনি পাঞ্জাব প্রদেশের হাফিজবাদ শহরের বাসিন্দা ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম বালোচিস্তান পোস্ট জানাচ্ছে, স্বাধীনতার জন্য লড়াই করা বালোচ লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে। আর একটি ওয়েবসাইট সূত্রে খবর, চার সশস্ত্র গোষ্ঠীর মিলিত সংগঠন ‘বালোচ রাজি আজোই সাঙ্গার’ এই হামলা চালিয়েছে।    

Advertisement

উল্লেখ্য, ২০১৫-তে স্বাক্ষর হওয়া মউয়ের ভিত্তিতে চিন-পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক করিডর বা সিপিইসি নির্মাণকার্য শুরু হয়েছে৷ চিনের প্রস্তাবিত ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ নীতির উপর ভিত্তি করে, তাদের অর্থ সাহায্যেই এই করিডর তৈরি হচ্ছে৷ পাকিস্তানের গদর পোর্ট থেকে চিনের শিনজিং প্রদেশ পর্যন্ত মোট ২,০০০ কিলোমিটার দীর্ঘ এই পথটি তৈরি করা হচ্ছে৷ এই করিডর নিয়ে প্রথম থেকেই বিক্ষোভ প্রদর্শন করে আসছেন বালোচিস্তান-সহ গিলগিট-বালতিস্তান ও পিওকে-র নাগরিকরা৷ অভিযোগ, পেশিশক্তির জোরে তাঁদের বাসভূমি কেড়ে নিয়ে এই করিডর তৈরি করছে পাকিস্তান৷ যাতে পূর্ণ মদত দিচ্ছে চিন৷ এই অভিযোগে দীর্ঘদিন ধরেই পাক প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছেন বালোচ নাগরিকরা এবং তাঁদের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছে পাক সেনা৷   

[আরও পড়ুন: ইউহানের বাজার থেকেই ছড়িয়েছে করোনা, ঘোষণা WHO’র]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement