Advertisement
Advertisement

Breaking News

পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা ‘অপরাজেয়’, দাবি সেনাপ্রধানের

গোপন অপারেশন চালাতে পারে ভারত, সতর্ক করলেন সেনাপ্রধান৷

Pakistan army chief Raheel Sharif warns enemies
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 7, 2016 4:47 pm
  • Updated:September 7, 2016 5:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ মঙ্গলবার দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ‘অপরাজেয়’ বলে দাবি করলেন৷ একইসঙ্গে তাঁর বক্তব্য, কাশ্মীর পাকিস্তানের অবিচ্ছেদ্দ্য অঙ্গ৷ তাই ভূস্বর্গে সেনা ও পুলিশ বিরোধী আন্দোলনকে ইসলামাবাদ কূটনৈতিক ও নৈতিক সমর্থন দেবে৷

রাওয়ালপিন্ডিতে প্রতিরক্ষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পাক সেনাপ্রধান বলেন, “আত্মনিয়ন্ত্রণের অধিকার চেয়ে কাশ্মীরের মানুষের বলিদানকে আমাদের কুর্নিশ৷ এই সমস্যার সমাধানের জন্য রাষ্ট্রসংঘের প্রস্তাবকে বাস্তবায়িত করতে হবে৷ পাকিস্তান কাশ্মীরের মানুষের পাশে আছে৷” এরপরেই জেনারেল শরিফ মন্তব্য করে বসেন, “পাক প্রতিরক্ষা ব্যবস্থা অপরাজেয়৷”

Advertisement

পাক সেনাপ্রধান আরও বলেন, “আমি শত্রুদের মনে করিয়ে দিতে চাই, আমাদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী ছিলই, কিন্তু এখন অপরাজেয় হয়ে উঠেছে৷” ভারতের নাম না করে তিনি বলেন, “কোনও বিদেশি রাষ্ট্র পাকিস্তানে ঢুকে কভার্ট বা গুপ্ত অপারেশন চালাতে পারে, এই খবর পেয়ে আমরাও এখন সতর্ক৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement