Advertisement
Advertisement

Breaking News

Travel Ban

৪১টি দেশের উপর মার্কিন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করছেন ট্রাম্প! তালিকায় পাকিস্তান ও ভুটানও

তালিকায় থাকতে পারে আমেরিকার প্রধান শত্রুদের অন্যতম উত্তর কোরিয়াও।

Pakistan among 41 nations likely to face Donald Trump's travel ban

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:March 15, 2025 4:00 pm
  • Updated:March 15, 2025 4:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪১টি দেশের এক তালিকা প্রকাশ করেছে আমেরিকা। ট্রাম্প প্রশাসনের দাবি, এই দেশগুলির নাগরিকদের আমেরিকায় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি হতে চলেছে। যার মধ্যে রয়েছে পাকিস্তান, ভুটান ও আফগানিস্তানের মতো ভারতের প্রতিবেশী দেশও। বেআইনি অনুপ্রবেশ রুখতে মরিয়া হয়েই এমন পদক্ষেপ করছে হোয়াইট হাউস। সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে তেমনটাই জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, তালিকায় আর যে দেশগুলি রয়েছে তার মধ্যে অন্যতম আমেরিকার প্রধান শত্রুদের অন্যতম উত্তর কোরিয়া। এছাড়াও সিরিয়া, কিউবা, ইরান, তুর্কমেনিস্তান, বেলারুশের মতো দেশও রয়েছে সেই তালিকায়। রয়েছে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নামও। প্রসঙ্গত, ভারতের পাসপোর্ট ছেড়ে এই দেশেরই নাগরিকত্ব পেয়েছেন ললিত মোদি। সবশুদ্ধ সাতটি মুসলিম দেশও ঠাঁই পেয়েছে তালিকায়।

Advertisement

তবে এই তালিকা এখনই চূড়ান্ত নয়। তৈরি হয়েছে খসড়া। এতে ২৬টি দেশের নাম রয়েছে যাদের উপরে শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। সেই দেশগুলির মধ্যেই রয়েছে, পাকিস্তান, ভুটান, মায়ানমারের নাম। অন্যদিকে আরও পাঁচটি দেশের নাম রয়েছে, যাদের উপরে আংশিক নিষেধাজ্ঞা জারি করা হতে চলেছে। এই দেশগুলি হল ইরিত্রিয়া, হাইতি, লাওস, মায়ানমার এবং দক্ষিণ সুদান। এরই সঙ্গে দশটি দেশের উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা ও উত্তর কোরিয়ার মতো দেশ রয়েছে এই তালিকায়। ২১ মার্চের পর এই তালিকা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই জানা যাচ্ছে।

যদিও পাকিস্তানের তরফে এই তালিকার বিষয়টিকে উড়িয়ে দেওয়া হয়েছে। কয়েকদিন আগেই পাকিস্তানের বিদেশমন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে সবই গুঞ্জন। আর সেই কারণেই কোনও জবাব দিতে রাজি নয় ইসলামাবাদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub