Advertisement
Advertisement

Breaking News

ভারতীয় গানে ঠোঁট মিলিয়ে বিপাকে পাক যুবতী

কঠোর শাস্তির নিদান পাক এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্সের৷

 Pakistan Airport security staffer faces heat for lip-syncing Indian song
Published by: Tanujit Das
  • Posted:September 4, 2018 4:18 pm
  • Updated:September 4, 2018 4:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় গানে তাল মিলিয়ে শাস্তির মুখে পড়তে হল পাক এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্সের এক মহিলা কর্মী৷ অভিযোগ, ওই সময় পাক সেনার পোশাক ও সেনার টুপি মাথায় পরে ছিলেন ওই যুবতী৷ যাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল পাকিস্তানের পতাকা৷ ফলে সেনা ও পতাকাকে অপমান করার অভিযোগ আনা হয়েছে ওই যুবতির বিরুদ্ধে৷ শাস্তিস্বরূপ আগামী দু’বছরের জন্য আটকে দেওয়া হয়েছে তাঁর পদোন্নতি৷ চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, পরবর্তীকালে এমন কোনও ঘটনা ঘটলে আরও কড়া শাস্তি দেওয়া হবে৷ যদিও এই শাস্তির নিদানকে পাক প্রশাসনের দ্বিচারিতা বলে পালটা অভিযোগ করছেন অনেকে৷

[মৃত ‘হাক্কানি নেটওয়ার্ক’-এর প্রতিষ্ঠাতা, স্বস্তির স্বাস ফেলল আমেরিকা]

Advertisement

জানা গিয়েছে, ২৫ বছর বয়সী ওই যুবতির পাকিস্তানের শিয়ালকোট বিমানবন্দরের কর্মী৷ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও আপলোড করেন তিনি৷ সেখানে তাঁকে দেখা যায়, একটি জনপ্রিয় পাঞ্জাবি গানের তালে নাচতে ও লিপসিংক করতে৷ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ভিডিওটি৷ পাক সংবাদমাধ্যমেও ছড়িয়ে পড়ে সেটি৷ বিতর্ক তৈরি হয়, ওই সময় ওই যুবতির পোশাক ও মাথায় থাকা টুপিকে ঘিরে৷ দেখা যায়, ওই সময় পাক সেনার পোশাক ও সেনার টুপি মাথায় পরেছিলেন ওই যুবতি৷ যাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল পাকিস্তানের পতাকা৷ এতে জাতীয় পতাকা ও সেনাকে অপমান করা হয়েছে বলে অভিযোগে ওঠে তাঁর বিরুদ্ধে৷ ঘটনার রেশ পৌঁছায় পাকিস্তান এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স পর্যন্ত৷ এরপরেই তাঁদের ওই কর্মীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ আগামী দু’বছরের জন্য বন্ধ করে দেওয়া হয় তাঁর পদোন্নতি৷ চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হয় তাঁকে৷ বলা হয়, এমন কোনও ঘটনা ভবিষ্যতে ঘটালে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে তাঁর বিরুদ্ধে৷ কেবল তাই নয়, কর্মস্থলেও হেনস্তার মুখে পড়তে হচ্ছে তাঁকে৷

[শৌচালয় পরিষ্কারে প্রয়োজন অমুসলিম কর্মী! পাক সেনার বিজ্ঞাপন ঘিরে বিতর্ক]

হেনস্থা ও শাস্তির ঘটনাকে কেন্দ্র করে যুবতির পরিবার ও পরিচিতদের মধ্যে তৈরি হয়েছে চাপা ক্ষোভ৷ তাঁদের অভিযোগ, পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন, পাক পতাকা হাতে এবং পাক এয়ারলাইন্সে বিদেশিনী কিকি চ্যালেঞ্জ করলে সেই বিষয়টির প্রশংসা করেন প্রশাসনের শীর্ষ কর্তারা৷ আর দেশের মেয়ে পতাকার ন্যায় টুপি পরে ভারতীয় গানে নাচলে তা দোষ হয় কেমন ভাবে৷ এই ঘটনাকে পাক প্রশাসনের দ্বিচারিতা বলে তোপ দাগেন তাঁরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement