Advertisement
Advertisement

Breaking News

বোনের চোখ খুবলে নিয়ে হত্যা করল দুই ভাই

কিসের জন্য এই নৃশংসতা?

Pak Woman’s brothers gouge out her eyes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 3, 2016 3:20 pm
  • Updated:November 3, 2016 3:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়েকে অপহরণ করেছে বোন৷ এই অভিযোগ তুলে বোনকে নৃশংস ভাবে খুন করল দুই ভাই৷ ধারাল অস্ত্র দিয়ে কেটে দিল তাঁর অঙ্গপ্রতঙ্গ৷ খুবলে নিল চোখ৷ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুজাফফরগড় এলাকায় ঘটেছে এই ঘটনা৷

স্থানীয় বাসিন্দাদের কথায়, চল্লিশোর্ধ্ব ওই মহিলার সঙ্গে খুব একটা ভাল সম্পর্ক ছিল না তাঁর ভাইদের৷ ক’দিন আগে এক ভাইয়ের কিশোরী মেয়ে নিখোঁজ হয়ে যায়৷ এর দায় বোনের উপর চাপায় ভাইয়েরা৷ অপহরণের অভিযোগ আনে বোনের বিরুদ্ধে৷

Advertisement

মৃতার মেয়ে জানিয়েছে, হঠাৎ বাড়ির ভিতরে ঢুকে আসে তাঁর দুই মামা৷ কিছু বুঝে ওঠার আগেই মায়ের উপর হামলা চালায়৷ নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে৷ এমনকী চোখও খুবলে নেয়৷ ঘটনার পর থেকেই নিখোঁজ অভিযুক্ত দুই ভাই৷ মুজাফফরগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement