Advertisement
Advertisement

Breaking News

Pak woman

৪ সন্তান নিয়ে ভারতীয় প্রেমিকের কাছে পাক তরুণী, স্ত্রীকে ফিরে পেতে সোজা মোদির দ্বারস্থ স্বামী!

একটি আবেগঘন ভিডিও পোস্ট করে পরিবারকে ফিরে পাওয়ার আরজি জানিয়েছেন তিনি।

Pak woman Seema Haider’s husband appeals to Modi government | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:July 8, 2023 3:15 pm
  • Updated:July 8, 2023 3:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: PUBG খেলতে খেলতে ভারতীয় যুবককে মন দিয়ে ফেলেছিলেন পাকিস্তানি তরুণী। আর সেই প্রেমের টানে চার সন্তানকে নিয়ে স্বামী ও নিজের মুলুক ছেড়ে সোজা চলে এসেছিলেন নয়ডায়। এবার নিজের স্ত্রীকে ফিরে পেতে সেই তরুণীর স্বামী দ্বারস্থ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

ঘটনাটি ঠিক কী? জনপ্রিয় অনলাইন গেম PUBG খেলতে খেলতেই মন দেওয়া-নাওয়া হয় দুই প্লেয়ারের। চার সন্তানকে সঙ্গে নিয়ে পাকিস্তান থেকে তরুণী সীমা হায়দার পৌঁছে যান গ্রেটার নয়ডায় নিজের প্রেমিক শচীনের কাছে। তবে বেআইনি ভাবে চার সন্তানকে নিয়ে গ্রেটার নয়ডায় থাকার অভিযোগে ওই পাক তরুণীকে আটক করে পুলিশ। তাঁর চার সন্তান এবং শচীনকেও আটক করা হয়। পুলিশ জানতে পারে, গত মাসে পাকিস্তান থেকে নেপাল হয়ে ভারতে প্রবেশ করেন ওই তরুণী। তারপর বাসে গ্রেটার নয়ডা পৌঁছান। সেখানে শচীনের সঙ্গে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। কিন্তু ওই ভাড়া বাড়ির মালিক ব্রীজেশই গোটা বিষয় জানতে পেরে পুলিশকে খবর দেন।

Advertisement

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের পরই রাজ্যসভার প্রস্তুতি তৃণমূলের, রবিবার তলব সব বিধায়ককে]

এবার সেই ঘটনায় সীমার স্বামী গুলাম হায়দার কেন্দ্রের মুখাপেক্ষী। তিনি চান, স্ত্রী ও চার সন্তানকে ফিরিয়ে দিতে পদক্ষেপ করুক মোদি সরকার। সৌদি আরবে বসে একটি আবেগঘন ভিডিও পোস্ট করে পরিবারকে ফিরে পাওয়ার আরজি জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে তাঁর কাছেই জানিয়েছেন আবেদন।

তাঁর আশা, সীমা ও চার সন্তানকে ফেরাতে মোদি সরকার নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে। পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যমকেও। তাদের সহযোগিতাতেই নিজের বার্তা পৌঁছে দিতে পেরেছেন তিনি। এবার দেখার ‘প্রেমিকা’ সীমাকে ‘প্রেমিক’ শচীনের থেকে দূরে সরিয়ে পাকিস্তানে পাঠাতে আদৌ সফল হয় মোদি সরকার, কি না।

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোট LIVE UPDATE: কোচবিহারের পর উত্তর দিনাজপুর, ফের মৃত্যু BJP বুথ এজেন্টের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement