Advertisement
Advertisement

Breaking News

TikTok

টিকটক নিয়ে ঝগড়া, বোনকে গুলি চালিয়ে ‘খুন’ পাক কিশোরীর!

বোনের কুকীর্তিতে ক্ষিপ্ত দাদা থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

Pak teen accused shot dead sister fighting over filming TikTok video | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 31, 2023 4:36 pm
  • Updated:December 31, 2023 4:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিকটক (TikTok) ভিডিও শুটিং নিয়ে ঝামেলা। তার জেরে বোনের দিকে গুলি চালিয়ে দিল কিশোরী! গুলিবিদ্ধ হয়ে বোনের মৃত্যু হয়েছে। কিশোরীর বিরুদ্ধে থানায় খুনের (Killing) অভিযোগ দায়ের করা হয়েছে। পাকিস্তানের (Pakistan)পাঞ্জাব এলাকার সরাই আলমগীর টাউনের ঘটনা। ওই কিশোরীর বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত।

সরাই আলমগীর টাউনের দুই বোন সাবা আফজল এবং মারিয়া আফজল। জানা যাচ্ছে, দুজন মিলে টিকটক ভিডিও শুট করছিল। আর তা নিয়েই বোনে-বোনে ঝগড়া হয়। তা ধীরে ধীরে চরম পর্যায় পৌঁছয়। একসময়ে বোনকে লক্ষ্য করে গুলি (Shot) চালিয়ে দেয় ১৪ বছরের সাবা। ঘটনা প্রথমে নজরে পড়ে সাবা-মারিয়ার বড় দাদার। তিনি প্রথমে গুলিবিদ্ধ বোনকে হাসপাতালে পৌঁছে দেন। চিকিৎসকরা মৃত (Death) বলে ঘোষণা করেন। তার পর অভিযুক্তকে নিয়ে সোজা সদর পুলিশ স্টেশনে হাজির হন। বোনের তার নামে অভিযোগ দায়ের করেন দাদা।

Advertisement

[আরও পড়ুন: ‘পাকপন্থী’ তেহরিক-ই-হুরিয়তকে ‘বেআইনি সংগঠন’ ঘোষণা শাহর, UAPA ধারায় অভিযোগ দায়ের]

এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে কয়েকদিন আগে পাকিস্তানের শেইখুপুরার মর্মান্তিক ঘটনার কথা। সেবারও এই টিকটক ভিডিও শুট করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন তিন যুবক। আসলে পাকিস্তানে টিকটক নিষিদ্ধ। শরিয়ত (Shariah) অনুযায়ী তাকে ‘হারাম’ বলে ধরা হয়। আর নিষেধাজ্ঞা বলেই সেখানে আরও বেশি এ ধরনের ভিডিও সোশাল মিডিয়ায় (Social Media) পোস্ট করার প্রবণতাও বেশি কমবয়সিদের মধ্যে। আর লুকিয়েচুরিয়ে তা করতে গিয়েই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে।

[আরও পড়ুন: অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মোহন ভাগবত, নয়া জল্পনা বঙ্গ রাজনীতিতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement