সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে ফিরুক দাদা, অপেক্ষায় ভাই। দাদা ফিরলে দেশের রাজনৈতিক মানচিত্র বদলে যাবে বলেই দৃঢ় বিশ্বাস ভাইয়ের। দাদা পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ (Nawaz Sharif), ভাই বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। সম্প্রতি শাহবাজের এক বক্তব্যে নওয়াজের দেশে ফিরতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিয়ো নিউজের দাবি, সম্প্রতি একটি অভ্যন্তরীণ বৈঠকে নওয়াজের ঘরে ফেরার সম্ভাবনা উসকে দিয়েছেন শাহবাজ। ওই বৈঠকে তিনি বলেছেন, দাদা নওয়াজ পাকিস্তানে ফিরলেই তাঁর হাতে দলের (পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ) দায়িত্ব তুলে দিতে চান। এমনকী ভবিষ্যতে প্রধানমন্ত্রী পদেও নওয়াজকে দেখছেন তিনি।
চলতি বছরের শেষেই পাকিস্তানে নির্বাচন হওয়ার কথা। তার আগে দলীয় বৈঠকে শাহবাজের মন্তব্য, “নওয়াজ শরিফ দেশে ফিরলে দেশের রাজনৈতিক মানচিত্র পুরো পালটে যাবে।” শাহবাজের এই মন্তব্যকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন পাক রাজনৈতিক বিশ্লেষকরা। দু’য়ে দু’য়ে চার করা হচ্ছে নয়া বিল ‘সুপ্রিম কোর্ট রিভিউ অফ জাজমেন্টে অ্যান্ড অর্ডারস অ্যাক্ট ২০২৩’-এ প্রেসিডেন্ট আরিফ আলবি স্বাক্ষর করায়। ওই বিলের জোরে শীর্ষ আদালতের রায় পুনর্বিবেচনার আর্জি জানানো যাবে। উল্লেখ্য, পানামা পেপারকাণ্ডে ২০১৭ সালের ২৮ জুলাই শীর্ষ আদালতের রায়ে গতি হারান নওয়াজ। কিছু দিন শাস্তিভোগ করার পর চিকিৎসার কারণে লন্ডনে চলে যান। এর পর থেকে দেশে ফেরেননি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.