Advertisement
Advertisement
ইমরানের ভুল

রবীন্দ্রনাথের উক্তি ‘চুরি’, নেটদুনিয়ায় ফের হাসির খোরাক ইমরান খান

কবিগুরুর রচনায় লেখা হয়েছে লেবানন-মার্কিন সাহিত্যিক কাহলিল জিব্রানের নাম৷

Pak PM Imran Khan trolled for misquoting Rabindranath Tagore
Published by: Sucheta Sengupta
  • Posted:June 20, 2019 10:02 am
  • Updated:June 20, 2019 10:02 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাহিত্যপ্রেমী হতে গিয়ে তুমুল সমালোচনার মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ নিজের টুইটারে পোস্ট করলেন বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি৷ আর ঋণস্বীকারে লিখলেন অন্য এক বিখ্যাত সাহিত্যিকের নাম! পাক প্রধানমন্ত্রীর এই পোস্ট ঘিরে স্বভাবতই বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা৷

[আরও পড়ুন: ‘সেকেন্ড হোম’ ফ্লোরিডা থেকেই নির্বাচনের প্রচার শুরু ট্রাম্পের]

বুধবার টুইটারে পাক প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমি ঘুমিয়ে ছিলাম এবং স্বপ্ন দেখি যে, জীবন আনন্দময়। আমি জেগে উঠলাম এবং আমি দেখলাম যে, জীবনের পুরোটা জুড়ে শুধুই সেবা। আমি সেবা করলাম এবং দেখলাম যে, সেবাই হল প্রকৃত আনন্দ।’ বিখ্যাত এই উক্তিটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। কিন্তু তার নিচে ইমরান লিখেছেন, যাঁরা জিব্রানের লেখার প্রকৃত অর্থ অনুধাবন করতে পেরেছেন, তাঁরা জীবনের আনন্দ নিয়ে বাঁচুন৷

Advertisement

[আরও পড়ুন: ৮ বছরেই জনসংখ্যার নিরিখে চিনকে ছাপিয়ে যাবে ভারত, রিপোর্ট রাষ্ট্রসংঘের]

আর ইমরান এখানেই মস্ত বড় ভুল করে ফেলেছেন৷ প্রসঙ্গত, কাহিলি জিব্রান লেবানন বংশোদ্ভুত একজন মার্কিন সাহিত্যিক৷ আরবী ভাষায় তিনি সাহিত্য রচনা করেছেন৷ পাক প্রধানমন্ত্রীর ভুল শুধরে দিয়ে কয়েক হাজার রিটুইট হয়েছে। একজন রাষ্ট্রপ্রধান হয়ে ইমরান খান কীভাবে এত বড় ভুল করলেন, প্রশ্ন সকলের। তবে পাক প্রধানমন্ত্রীর দপ্তর এবিষয়ে একেবারে মুখে কুলুপ এঁটেছে৷

Dear PM @ImranKhanPTI. We all know #WhatsApp had a big role in getting you “selected” but stop putting the fwds u rcv there online, especially when they are false. Like this one, which has not been said by Kahlil Gibran but Rabindranath Tagore: https://t.co/UBcNSTmykv pic.twitter.com/ljdKlwuyJK

— Taha Siddiqui (@TahaSSiddiqui) June 19, 2019

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement