Advertisement
Advertisement
Pakistan

রাত ৮টায় দোকানপাট বন্ধ করলেই জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যাবে! আজব দাবি পাক মন্ত্রীর

এমন আজব কথা শুনে হেসে কুটিপাটি নেটিজেনরা।

Pak Minister Khawaja Muhammad Asif says birth rate is less at places where markets are shut at 8 pm। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:January 8, 2023 6:03 pm
  • Updated:January 8, 2023 6:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনসংখ্যা কী করে নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়ে গবেষণার শেষ নেই। কিন্তু পাকিস্তানের এক মন্ত্রীমশাই এমন এক উপায় বাতলেছেন, যা কার্যতই ‘অভূতপূর্ব’। তাঁকে বলতে শোনা গিয়েছে, পাকিস্তানের যে সব অঞ্চলে রাত ৮টায় মার্কেট বন্ধ করে দেওয়া হচ্ছে, সেখানে জনসংখ্যা নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে! এমন বিদঘুটে কথা শুনে সকলেই হাঁ। ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। এমন আজব কথা শুনে হেসে কুটিপাটি নেটিজেনরা।

পাক সরকারের একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা মহম্মদ আসিফ। সেখানেই তিনি বলে বসেন, ”যেখানে মার্কেট ৮টায় বন্ধ হয়ে যায়, সেখানে জন্মহার বেশ কম।” ভিডিওয় দেখা গিয়েছে, তাঁর পাশে বসে থাকা জলবায়ু পরিবর্তন মন্ত্রী শেরি রহমান এমন কথা শুনে কার্যতই হাঁ হয়ে যাচ্ছেন।

Advertisement

[আরও পড়ুন: আপনাদের তপস্বী শীতবস্ত্রও পরে! রাহুলের ছবি প্রকাশ করে কটাক্ষ বিজেপির, পালটা কংগ্রেসের]

তাঁর মতো প্রতিক্রিয়া অবশ্য নেটিজেনদেরও। কেউ অবাক হচ্ছেন, কেউ বা রসিকতায় মাতছেন। কেউ কেউ তো দাবি করেছেন, এমন এক ‘বৈজ্ঞানিক গবেষণা’কে বড় পুরস্কার দেওয়া উচিত। আসলে কেউই বুঝতে পারছেন না, এমন কথার অর্থই বা কী। 

আসলে আর্থিক সংকটে জেরবার পাকিস্তান (Pakistan)। মুদ্রাস্ফীতির কবলে পড়ে সাধারণ মানুষের পরিস্থিতি শোচনীয়। এহেন অবস্থায় শক্তি সম্পদ সংরক্ষণের চেষ্টা করছে পাক সরকার। সেই পরিকল্পনারই অংশ হিসেবে ৮টার মধ্যে বাজারদোকান সব বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এদিন আসিফ জানিয়েছেন, সমস্ত বিয়েবাড়ি রাত ১০টা ও দোকানবাজার সাড়ে ৮টার মধ্যেই বন্ধ করে দিতে হবে। এর ফলে ৬০০ কোটি টাকার সাশ্রয় হবে। এমনকী জ্বালানি সাশ্রয় করতে এবছরের মধ্যেই পাকিস্তানে ইলেকট্রিক মোটরসাইকেল বিক্রি করা শুরু হবে বলেও জানান তিনি। কিন্তু শক্তি সাশ্রয়ের কথা বলার সময় কেন জনসংখ্যা নিয়ন্ত্রণের মতো বিষয় নিয়ে তিনি মুখ খুললেন তাতে অবাক সকলেই।

[আরও পড়ুন: কর্মফল! রাগে পোষ্যকে ‘খুন’, দেহ লোপাট করতে গিয়ে নিজে ভেসে গেলেন মহিলার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement