সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনসংখ্যা কী করে নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়ে গবেষণার শেষ নেই। কিন্তু পাকিস্তানের এক মন্ত্রীমশাই এমন এক উপায় বাতলেছেন, যা কার্যতই ‘অভূতপূর্ব’। তাঁকে বলতে শোনা গিয়েছে, পাকিস্তানের যে সব অঞ্চলে রাত ৮টায় মার্কেট বন্ধ করে দেওয়া হচ্ছে, সেখানে জনসংখ্যা নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে! এমন বিদঘুটে কথা শুনে সকলেই হাঁ। ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। এমন আজব কথা শুনে হেসে কুটিপাটি নেটিজেনরা।
পাক সরকারের একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা মহম্মদ আসিফ। সেখানেই তিনি বলে বসেন, ”যেখানে মার্কেট ৮টায় বন্ধ হয়ে যায়, সেখানে জন্মহার বেশ কম।” ভিডিওয় দেখা গিয়েছে, তাঁর পাশে বসে থাকা জলবায়ু পরিবর্তন মন্ত্রী শেরি রহমান এমন কথা শুনে কার্যতই হাঁ হয়ে যাচ্ছেন।
New research, babies can’t be made after 8pm. “There’s no population increase in countries where markets close at 8pm,” defence minister. pic.twitter.com/G5IUAuOYD6
— Naila Inayat (@nailainayat) January 4, 2023
তাঁর মতো প্রতিক্রিয়া অবশ্য নেটিজেনদেরও। কেউ অবাক হচ্ছেন, কেউ বা রসিকতায় মাতছেন। কেউ কেউ তো দাবি করেছেন, এমন এক ‘বৈজ্ঞানিক গবেষণা’কে বড় পুরস্কার দেওয়া উচিত। আসলে কেউই বুঝতে পারছেন না, এমন কথার অর্থই বা কী।
আসলে আর্থিক সংকটে জেরবার পাকিস্তান (Pakistan)। মুদ্রাস্ফীতির কবলে পড়ে সাধারণ মানুষের পরিস্থিতি শোচনীয়। এহেন অবস্থায় শক্তি সম্পদ সংরক্ষণের চেষ্টা করছে পাক সরকার। সেই পরিকল্পনারই অংশ হিসেবে ৮টার মধ্যে বাজারদোকান সব বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এদিন আসিফ জানিয়েছেন, সমস্ত বিয়েবাড়ি রাত ১০টা ও দোকানবাজার সাড়ে ৮টার মধ্যেই বন্ধ করে দিতে হবে। এর ফলে ৬০০ কোটি টাকার সাশ্রয় হবে। এমনকী জ্বালানি সাশ্রয় করতে এবছরের মধ্যেই পাকিস্তানে ইলেকট্রিক মোটরসাইকেল বিক্রি করা শুরু হবে বলেও জানান তিনি। কিন্তু শক্তি সাশ্রয়ের কথা বলার সময় কেন জনসংখ্যা নিয়ন্ত্রণের মতো বিষয় নিয়ে তিনি মুখ খুললেন তাতে অবাক সকলেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.