Advertisement
Advertisement

চরবৃত্তির অভিযোগের জের, দূতাবাস থেকে আধিকারিক ফেরাচ্ছে পাকিস্তান

দাবি প্রথমসারির পাক সংবাদপত্রের৷

Pak may pull out 4 of its officers from High Commission in Delhi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 1, 2016 4:37 pm
  • Updated:November 1, 2016 4:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লিতে নিযুক্ত পাক দূতাবাস থেকে চার আধিকারিককে সরিয়ে নিতে চলেছে ইসলামাবাদ৷ পাক সংবাদমাধ্যম ডন-এর সূত্রে মিলেছে এমনই খবর৷ পাকিস্তান হাই কোর্টের নির্দেশক্রমেই এমন ঘটনা ঘটতে চলেছে বলে জানা গিয়েছে৷

নয়াদিল্লিতে নিযুক্ত পাক হাইকমিশনের কর্মী মেহমুদ আখতারের স্বীকারোক্তি ভারত সরকার প্রকাশ করে দেওয়ার প্রেক্ষিতেই পাক হাই কোর্ট চার আধিকারিককে সরিয়ে নিতে চায় বলে খবর৷ বিষয়টি অবশ্য সরকারিভাবে এখনও সিলমোহর পায়নি৷ তবে পাক বিদেশমন্ত্রকের একটি সূত্রকে উদ্ধৃত করে ডন-এ জানানো হয়েছে, বিবেচনাধীন বিষয়টি শীঘ্রই চূড়ান্ত সিলমোহর পাবে৷

Advertisement

সম্প্রতি একটি ভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমে মেহমুদ আখতারের জবানবন্দি বিষয়ে কিছু তথ্য প্রকাশিত হয়৷ গত সপ্তাহেই দিল্লি পুলিশ ওই পাক দূতাবাস কর্মীকে জেরা করেছিল৷ তার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠেছে৷ পুলিশের কাছে জেরার মুখে মেহমুদ আখতার চার ব্যক্তির নাম প্রকাশ করে৷ এরা হলেন, কর্মাশিয়ার কাউন্সিলর সৈয়দ ফারুখ হাবিব, ফাস্ট সেক্রেটারি খাদিম হুসেন, মুদাসির চিমা, শাহিদ ইকবাল৷ এই চারজনকেই অবিলম্বে ইসলামাবাদে ফিরিয়ে নিয়ে যেতে পারে বলে জানা গিয়েছে৷

গত সপ্তাহে মেহমুদকে গ্রেফতার করার পর ৪৮ ঘণ্টার মধ্যে তাকে পাকিস্তানে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়৷ পাকিস্তানে পৌঁছে ভারতীয় দূতাবাসে তাকে হেনস্তার অভিযোগ করে মেহমুদ৷

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement