Advertisement
Advertisement

এবার পাক টেলিভিশন চ্যানেলেও দেখানো হবে ভারতীয় সিনেমা

গত বছর অক্টোবরে পাকিস্তানের সমস্ত বেসরকারি চ্যানেলে সবরকম ভারতীয় অনুষ্ঠান দেখানোয় নিষেধাজ্ঞা জারি করেছিল পিইএমআরএ৷

Pak High Court permits private channels to telecast Indian films
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 14, 2017 4:57 am
  • Updated:July 13, 2018 3:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক সম্পর্কের চাপানউতোরের জেরে দুই দেশই সিনেমা হলে পরস্পরের ছবি প্রদশর্নীতে লাগাম টেনেছিল৷ ভারতীয় ছবিতে পাক শিল্পীদের কাজ করাও নিষিদ্ধ করে দেওয়া হয় গত বছর৷ তবে পাকিস্তান পরে নিজের অবস্থান থেকে সরে আসে৷ জানিয়ে দেওয়া হয়, পাক মুলুকের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ভারতীয় ছবি৷ এবার ছোটপর্দাতেও ভারতীয় চলচিত্র দেখানোর অনুমতি দিল সে দেশের আদালত৷

(প্রেম দিবসের আগে মাত্র ১ টাকায় বিকোচ্ছে কন্ডোম)

পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) ছোটপর্দায় ভারতীয় ছবি সম্প্রচার সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করে৷ সেই ভিত্তিতেই সোমবার লাহোর হাই হোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মনসুর আলি শাহ বেসরকারি চ্যানেলগুলিতে ভারতীয় ছবি প্রদর্শনীর অনুমতি দেন৷ রিপোর্টে বলা হয়েছিল, স্যাটেলাইট টেলিভিশন ব্রডকাস্ট চ্যানেল স্টেশনের লাইসেন্স অনুযায়ী ৭.২ (ii) নম্বর ধারায় ছোটপর্দায় ভারতীয় ছবি দেখানোয় কোনও বাধা দেওয়া উচিত নয়৷ বিষয়টির পক্ষে সওয়াল করে আইনজীবী তাফাজুল রিজভি বলেন, পিইএমআরএ-র চুক্তি অনুযায়ী শুধু ভারতীয় ছবিই নয়, ভারতীয় নাটক সম্প্রচারেরও অনুমতি পাওয়া উচিত৷ কেননা সেটিও বিনোদনেরই অংশ৷ যদিও পিইএমআরএ-র তরফে এই যুক্তি মেনে নেওয়া হয়নি৷

Advertisement

(পাক মুলুকে নিষিদ্ধ হল প্রেম দিবসের সেলিব্রেশন)

গত বছর অক্টোবরে পাকিস্তানের সমস্ত বেসরকারি চ্যানেলে সবরকম ভারতীয় অনুষ্ঠান দেখানোয় নিষেধাজ্ঞা জারি করেছিল পিইএমআরএ৷ তারপরই পাক মিডিয়া রেগুলেটরি অথরিটির বিরুদ্ধে আইনভঙ্গের অভিযোগ ওঠে৷ আবেদনে বলা হয়, ২০১০ সালে অথরিটি ১৫ বছরের জন্য ছোটপর্দায় ছবি সম্প্রচারের যে লাইসেন্স পেয়েছিল, তাতে সাফ জানানো ছিল, ভারতীয় ছবি-সহ মোট ১০ শতাংশ বিদেশি ছবি দেখানোর অনুমতি পাবে চ্যানেলগুলি৷ তাছাড়া বিদেশি ছবির মধ্যে ভারতীয় ছবির টিআরপি-ই পাক মুলুকে সবচেয়ে বেশি৷ তাই কোনও আইনি কারণ ছাড়া ছবি সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে না অথরিটি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement