সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক চ্যানেলে হামলা চালানোর ঘটনায় ইমরান খানকে গ্রেফতার করার নির্দেশ দিল ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)। শুক্রবার প্রাক্তন পাক ক্রিকেটার তথা তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান ইমরান খান ও পাকিস্তানে আওয়ামি তেহরিক (পিএটি)-এর প্রধান তাহিরুল কাদরিকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হল।
২০১৪ সালের ১ সেপ্টেম্বর পিটিআই ও পিএটি-র কমপক্ষে ৪০০ জন সদস্য পিটিভি-র প্রধান অফিসে জোর করে ঢুকে পড়ে দু’টি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। কিন্তু পাক পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। ফলে এটিসি-র বিচারক কওসর আব্বাস জাইদি এদিন আদালতে পুলিশের কাজ নিয়ে প্রশ্ন তোলেন। আদালতের গ্রেফতারের নির্দেশ কেন পুলিশ এখনও বাস্তবায়িত করেনি, তার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আদালত সাফ জানিয়ে দিয়েছে, আগামী মাসের ১৭ তারিখের মধ্যে ইমরান খান, তাহিরুল কাদরি এবং ঘটনার সঙ্গে যুক্ত বাকি ৬৮ জনকে গ্রেফতার করে আদালতে পেশ করতে হবে।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ফাঁস হওয়া পানামা পেপার্সে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নাম প্রকাশিত হয়। সেখানে নওয়াজের বিপুল অঙ্কের গোপন অর্থ-সহ নানা দুর্নীতির কথা ফাঁস হয়ে যায়। পাক প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আগামী ২ নভেম্বর পথে নেমে গোটা ইসলামাবাদ অচল করার ডাক দিয়ে রেখেছেন ইমরান। তারপরই ইসলামাবাদের আদালত এমন নির্দেশ দিল। প্রতিবাদ আটকাতেই এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে মনে করছে ওয়াকিবহালমহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.