Advertisement
Advertisement

পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব অটুট রাখতে চায় চিন

জঙ্গি হামলা নিয়ে পাকিস্তানের বিরোধিতা করবে না চিন তা এইমুহুর্তে খানিক নিশ্চিত৷

Pak-China friendship is unbreakable says China premier Li Keqiang
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 22, 2016 7:48 pm
  • Updated:September 22, 2016 7:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি কাশ্মীর এবং উরি হামলা নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে৷ ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানে আয়োজিত সার্ক সম্মেলনেও উপস্থিত থাকবেন না তা কার্যত নিশ্চিত৷ এই অবস্থাতেও উরি হামলা ও কাশ্মীর নিয়ে মুখ খোলেনি চিন৷ এমনকি শোনা যাচ্ছে, চিনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং নওয়াজ শরিফ কে আশ্বস্ত করেছেন পাক-চিনের বন্ধুত্ব অটুট থাকবে৷

চিন বরাবর পাকিস্তানের সঙ্গে মিত্রতা বজায় রেখেছে৷ আর এখনও পাকিস্তানকে সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিতে তারা ইচ্ছুক৷ দুপাক্ষিক সম্পর্ক আরও সমৃদ্ধ করতেও আগ্রহী চিন৷

Advertisement

সূত্রের খবর, এই সহযোগিতার মূল উদ্দেশ্য অবশ্যই চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর৷ এই অর্থনৈতিক করিডরের ইতিবাচক অগ্রগতির ফলে চিন চায় পাকিস্তানকে সঙ্গে নিয়ে পরিকল্পনা মাফিক গোয়াদার পোর্টকে উন্নত করে উত্তর পাকিস্তান ও পশ্চিম চিনে বাণিজ্যিক পথ স্থাপন করতে৷

লি কেকিয়াং জানিয়েছেন, চিন-পাকিস্তানের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে সবরকম প্রচেষ্টা করবে চিন৷ এই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতেই হয়ত এড়িয়ে গিয়েছেন কাশ্মীর বা উরি হামলার প্রসঙ্গ৷

অতএব জঙ্গি হামলা নিয়ে পাকিস্তানের বিরোধিতা করবে না চিন তা এইমুহুর্তে খানিক নিশ্চিত৷ অন্তত চিনের প্রধানমন্ত্রীর সঙ্গে নওয়াজের বৈঠকের পর এমনই খবর পাওয়া যাচ্ছে৷

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement