Advertisement
Advertisement

Breaking News

Pakistan

পাকিস্তানে চলছে গৃহযুদ্ধ! বালোচ বিদ্রোহীদের উপর ড্রোন হামলা পাক সেনার

বিশ্ব মানচিত্রে জায়গা পাবে আরও একটি স্বাধীন দেশ!

Pak army using Chinese drones to crush rebellion in Balochistan: Report | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:November 21, 2022 3:17 pm
  • Updated:November 21, 2022 3:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান ভেঙে তৈরি হয়েছে স্বাধীন বাংলাদেশ। এবার বালোচ বিদ্রোহের হাত ধরেই কি পুনরাবৃত্তি হবে ইতিহাসের? বিশ্ব মানচিত্রে জায়গা পাবে আরও একটি স্বাধীন দেশ? সম্প্রতি বালোচিস্তানে স্বাধীনতাকামী ও পাক সেনার মধ্যে চলা তুমুল যুদ্ধের জেরে এমন প্রশ্নই উঠে আসছে।

‘দ্য ইউরেশিয়ান টাইমস’-এর একটি রিপোর্টে বলা হয়েছে, বালোচিস্তানে পাক সেনা ও বালোচ বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই চলছে। এবার যুদ্ধের ময়দানে বিদ্রোহীদের নাস্তানাবুদ করতে চিন থেকে আনা CH-4B কমব্যাট ড্রোন ব্যবহার করছে পাকিস্তানের সেনাবাহিনী। বিগত কয়েক বছরে দেশটির সবচেয়ে বড় প্রদেশ বালোচিস্তানে বিদ্রোহীদের বিরুদ্ধে ফাইটার জেট ও আ্যটাক হেলিকপ্টার ব্যবহার করছে পাক সেনা। এবার যুদ্ধক্ষেত্রে ড্রোন নামিয়ে যুদ্ধে নতুন মাত্রা যোগ করল ইসলামাবাদ। সূত্রের খবর, বালোচরাও প্রবল পালটা মার দিচ্ছে। পাক সেনার বিরুদ্ধে সংগ্রাম চালাচ্ছে ‘বালোচিস্তান ন্যাশনাল আর্মি’। সূত্রের খবর, চলতি বছরই ‘বালোচিস্তান রিপাবলিকান আর্মি’ ও ‘ইউনাইটেড বালোচ আর্মি’ এক ছাতার তলায় আসায় নতুন সংগঠনটি তৈরি হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় হিজাব খুলে প্রতিবাদের জের, গ্রেপ্তার ইরানের দুই প্রখ্যাত অভিনেত্রী]

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, চলতি মাসেই বালোচিস্তানের বলান অঞ্চলে বিদ্রোহীদের ডেরায় ভয়াবহ হামলা চালায় পাকিস্তানি ফৌজ। ওই অভিযানে চিনা ড্রোন ব্যবহার করেছে পাক সেনা। হামলা চালাচ্ছে পাক ফাইটার জেট ও কমব্যাট হেলিকপ্টার। বালোচদের বিরুদ্ধে এসএসজি কমান্ডো বাহিনী মোতায়েন করেছে ইসলামাবাদ। পালটা মার দিচ্ছে বালোচ মিলিশিয়াগুলি। তাদের হামলায় মৃত্যু হয়েছে পাক সেনার দুই কমান্ডোর।

উল্লেখ্য, ১৯৪৭ সালের ১১ অগস্ট ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল দেশীয় রাজ্য কালাত। ১২ অগস্ট কালাতের শাসক মির সুলেমান দাউদ স্বাধীনতা ঘোষণা করেছিলেন। কিন্তু সেই স্বাধীনতার মেয়াদ ছিল মাত্র সাত মাস। ১৯৪৮-এর ২৭ মার্চ পর্যন্ত। বালোচিস্তানের (Balochistan) মানুষের মণে সেই দিন আজও পরাধীনতার যন্ত্রণা আরও বাড়িয়ে তুলে। তবে বালোচরা থেমে নেই। পাক সেনার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালাচ্ছেন তাঁরা। গত ফেব্রুয়ারি মাসে বালোচিস্তানে নির্বিচারে গুমখুন করছে পাক সেনা বলে রাষ্ট্রসংঘে অভিযোগ জানান ‘খান অফ কালাত’। শুধু তাই নয়, দখলদার পাকিস্তানের হাত থেকে ওই অঞ্চলের মুক্তি নিশ্চিত করার আরজিও রাখেন তিনি। বলে রাখা ভাল, বর্তমান বালোচিস্তানের প্রাচীন কালাত সাম্রাজ্যের রাজাকে বলা হয় ‘খান অফ কালাত’।

[আরও পড়ুন: আন্তর্জাতিক ইস্যুতে মোদির পরামর্শ নেন বাইডেন! নমোর প্রশংসায় পঞ্চমুখ শীর্ষ মার্কিন আমলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement