Advertisement
Advertisement

Breaking News

‘সিল্ক রোড’ বিতর্ক, বেজিংয়ের মানভঞ্জনে চিন ছুটলেন পাক সেনাপ্রধান

মান ভাঙবে চিনের?

Pak Army chief General Bajwa visits China
Published by: Tanujit Das
  • Posted:September 17, 2018 8:12 pm
  • Updated:September 17, 2018 8:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিল্ক রোড নিয়ে বিতর্কের মাঝে তিনদিনের চিন সফরে গিয়েছেন পাক সেনার প্রধান লেফটেন্যান্ট জেনারেল উমর জাভেদ বাজওয়া৷ রবিবার রাতেই বেজিং পৌঁছান তিনি৷ চিন-পাকিস্তানের মধ্যে নির্মিয়মান এই রোড নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ইমরান সরকারের এক মন্ত্রী৷ এরপরেই উত্তেজনা বাড়ে বেজিং ও ইসলামাবাদের মধ্যে৷ সেই উত্তেজনায় ধামাচাপা দিয়ে চিনের ‘দয়াদাক্ষিণ্য’ পেতেই পাক সেনাপ্রধানের এই চিন সফর বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল৷

[‘বৌদ্ধ শিক্ষকদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দীর্ঘদিনের’]

Advertisement

সম্প্রতি একটি ব্রিটিশ সংবাদমাধ্যমের সামনে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর(সিপিইসি)-র বিষয়ে মুখ খোলেন পাক মন্ত্রী আব্দুল রাজ্জাক দাউদ৷ ইমরান খানের মন্ত্রিসভার এই সদস্য বলেন, সিপিইসি ফলে আদতে লাভবান হয়েছে চিন৷ দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েই বেজিং-এর সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেছে পূর্ববর্তী পাক সরকার৷ দেশের মানুষের কথা ভাবনেনি তাঁরা৷ চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর সংক্রান্ত চুক্তির বিষয়বস্তু পুনরায় খতিয়ে দেখারও ইঙ্গিত মিলেছে নয়া পাক সরকারের পক্ষ থেকে৷ জানা যায়, ওই চুক্তির শর্ত বা বিষয়গুলির মধ্যে কোনগুলি পাকিস্তানের জন্য লাভজনক এবং দেশের মানুষের স্বার্থকে মাথায় রেখে নেওয়া হয়েছে, কোন শর্তগুলি পাকিস্তানের পক্ষে ক্ষতিকারক, সেগুলি খতিয়ে দেখবে নয়া সরকার৷ পাক মন্ত্রী দাউদের এই মন্তব্যের পরেই চড়তে থাকে সিপিইসি বিতর্ক৷ চিনের পক্ষ থেকে বলা হয়, উভয়পক্ষের মতামত নিয়েই এই চুক্তি হয়েছে৷

[সমাজকর্মীদের গ্রেপ্তারি ঘিরে উত্তপ্ত লাহোর, প্রশাসনের বিরুদ্ধে পথে পড়ুয়ারা]

এমত পরিস্থিতিতে পাক সেনাপ্রধানের চিন সফরকে নজরে রেখেছে কূটনৈতিক মহল৷ আদতে চিন সরকারের মানভঞ্জন করতেই জেনারেল বাজওয়ার এই সফর বলে মনে করছেন অনেকে৷ তাঁদের যুক্তি, বর্তমানে আমেরিকার সঙ্গে চূড়ান্ত খারাপ সম্পর্ক তৈরি হয়েছে পাকিস্তানের৷ জঙ্গিবাদে মদত দেওয়ার অভিযোগে, ইসলামাবাদকে অর্থ সাহায্য বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন৷ এমন পরিস্থিতিতে চিনের মনরক্ষা করা ছাড়া লাহোরের হাতে কোনও বিকল্প নেই বলে ওয়াকিবহাল মহলের মত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement