Advertisement
Advertisement
Cape Verde

পথেই শেষ জীবন! মাঝসমুদ্রে ডুবল শরণার্থী বোঝাই নৌকা, মৃত ৬০

৩৮ জনকে উদ্ধার করা হয়েছে।

Over 60 feared dead after boat capsizes off Cape Verde। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 17, 2023 9:25 am
  • Updated:August 17, 2023 9:25 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরণার্থী (Refugee) বোঝাই বোট ডুবে অন্তত কেপ ভার্দে উপকূলে ৬০ জনের মৃত্যু হল। বোটটি সেনেগাল থেকে রওনা হয়েছিল বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার কবলে পড়া ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। পশ্চিম আফ্রিকার উপকূলে (West African coast) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

সেনেগালের বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার গভীর রাতে ওই বোটটি ডুবে যায়। উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, মৃতের সংখ্যা ৪৮। যদিও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে, পরবর্তী সময়ে তাঁরা আরও ১২টি মৃতদেহ উদ্ধার করেছেন। কেপ ভার্দির স্বাস্থ্যমন্ত্রী ফিলোমেনা গনকাভস জানিয়েছেন, ”আমরা আমাদের বাহু প্রসারিত করে স্বাগত জানাচ্ছি দুর্ঘটনায় জীবিতদের। মৃতদের সম্মানের সঙ্গে কবরস্থ করতে চাই।”

Advertisement

[আরও পড়ুন: বাম-তৃণমূল ছাত্র সংগঠনের সংঘর্ষে উত্তাল যাদবপুর, ছিঁড়ল রাজন্যার জামা, অজ্ঞান TMCP নেত্রী]

শরণার্থী সমস্যা ক্রমে গোটা বিশ্বকে আশঙ্কিত করে রেখেছে। দারিদ্র ও যুদ্ধকবলিত এলাকা থেকে প্রাণের ঝুঁকি নিয়ে নিরাপত্তার জন্য অন্য দেশে আশ্রয় নিতে গিয়ে বহু শরণার্থীকেই বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে। এদিনের দুর্ঘটনাও সেই পরিস্থিতিরই এক মর্মান্তিক উদাহরণ। এর আগে গত জানুয়ারিতেও কেপ ভার্দে উপকূলে এমন দুর্ঘটনা ঘটেছিল। তবে সেবার ৯০ জন শরণার্থীকে উদ্ধার করা গিয়েছিল। মারা গিয়েছিলেন ২ জন।

[আরও পড়ুন: ব্যবহৃত হবে না ‘পতিতা’, ‘সতী’র মতো শব্দ, লিঙ্গবৈষম্য রুখতে নির্দেশিকা সুপ্রিম কোর্টে] 0

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement