Advertisement
Advertisement

সমুদ্রসৈকতে উঠে এল ৪০০ তিমি, ছড়াল চাঞ্চল্য

কিন্তু কেন?

Over 400 whales washed ashore on New Zealand Beach
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 10, 2017 10:14 am
  • Updated:February 10, 2017 1:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসঙ্গে ৪০০-রও তিমি রহস্যজনকভাবে ভেসে উঠল নিউজিল্যান্ডের সৈকতে৷ মৃত শতাধিক৷ বাকিদের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক৷ বিশালাকায় প্রাণীদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বনদপ্তরের কর্মীরা৷ তাঁদের সাহায্যের জন্য সৈকতে নেমে পড়েছেন প্রায় ৫০০ জন স্বেচ্ছাসেবী৷

দক্ষিণ চিন সাগরে বিপজ্জনকভাবে মুখোমুখি চিন-মার্কিন যুদ্ধবিমান!

Advertisement

whale

স্থানীয় প্রশাসনের এক আধিকারিক অ্যান্ড্রিউ লামাসনের কথায়, প্রায় ৪১৬টি বিশাল তিমি গোল্ডেন বে এলাকার ফেয়ারওয়েল স্পিট সৈকতের কাছে ভেসে উঠেছে৷ বনদপ্তর ও স্বেচ্ছাসেবকদের শত চেষ্টার পরও ১০০টির বেশি প্রাণ হারিয়েছে৷ কয়েকটি তিমিকে অবশ্য অনেক চেষ্টা করে সমুদ্রে ফেরত পাঠানো হয়েছে৷ কিন্তু আটকে পড়া তিমিদের লেজের ঝাপটার ফলে কাছে যাওয়াটাই বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে৷ তাও হাল ছাড়ছেন না তাঁরা৷

গোপনে আস্ত একটি পারমাণবিক শহর তৈরি করছে ভারত, অভিযোগ পাকিস্তানের

whale-1

কিন্তু, এত পরিমানে তিমি হঠাৎ সৈকতের কাছে ভেসে উঠল কেন? এই প্রশ্নে এখনও কোনও সঠিক উত্তর খুঁজে পাননি বিশেষজ্ঞরা৷ কেউ কেউ মনে করছেন, অনেক সময় চোট-আঘাতে জর্জরিত হলে কিংবা বয়স হলে তিমির দল এভাবেই সৈকতে এসে আত্মহত্যা করে থাকে৷ আবার অনেকের ধারণা, এর জন্য দায়ী ফেয়ারওয়েল স্পিট সৈকতের ভৌগোলিক অবস্থান৷ দ্বীপটির এই অংশে অনেকটাই বাঁক রয়েছে৷ যার ফলে এর সৈকতের অগভীর জলে কোনও বিশাল প্রাণী আটকে পড়লে তার পক্ষে আবার সমুদ্রে ফেরা খুবই কঠিন৷ আর তিমি মাছ দলবদ্ধ প্রাণী৷ কোনও একজন বিপদে পড়লে তাঁর ডাকে পুরো দল ছুটে আসে৷ সেই ঘটনাই এই ক্ষেত্রে ঘটে থাকতে পারে৷

আমেরিকা যেতে চাই ফেসবুকের পাসওয়ার্ড

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement