Advertisement
Advertisement
Iran

পাকিস্তান থেকে ইরানগামী বাসে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৩৫ পুণ্যার্থী

নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় বাসটি, এরপর আগুন ধরে যায় তাতে।

Over 30 Pakistani pilgrims killed after bus overturns in Iran
Published by: Amit Kumar Das
  • Posted:August 21, 2024 11:58 am
  • Updated:August 21, 2024 12:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান থেকে ইরানগামী বাসে ভয়াবহ দুর্ঘটনা। শিয়া ধর্মাবলম্বি পুণ্যার্থীদের নিয়ে যাওয়ার সময় মঙ্গলবার রাতে ইরানের ইয়াজদ শহরে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। মর্মান্তিক এই দুর্ঘটনায় ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি আহত হয়েছেন আরও অনেকে। সংবাদমাধ্যম সূত্রে খবর বাসটিতে ৫৩ জন যাত্রী ছিলেন।

পাক সংবাদমাধ্যম ‘ডন’ সূত্রে জনা গিয়েছে, অভিশপ্ত বাসের যাত্রীদের মধ্যে বেশিরভাগই ছিলেন পাকিস্তানের দক্ষিণ সিন্ধ প্রদেশের লারকানা শহরের বাসিন্দা। দুর্ঘটনায় অন্তত ১১ জন মহলা ও ১৭ জন পুরুষ প্রাণ হারিয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন আরও ১৮ জন। যাঁদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনা খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামে ইরান প্রশাসন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরও একটি সূত্রে জানা যাচ্ছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই অন্তত ৩০ জন নিহত হন। বাকি পাঁচজন হাসপাতালে ভর্তির পর প্রাণ হারিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: সংরক্ষণ রক্ষার দাবিতে ভারত বনধ, বিহারে থমকে ট্রেন, বন্ধ জাতীয় সড়ক]

অপরদিকে, ইরানের মেহের সংবাদ সংস্থা জানিয়েছে, এই দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন। আহতদের জরুরি চিকিৎসা দেওয়ার জন্য শহরের সব হাসপাতালকে বার্তা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ধর্মীয় উৎসবে যোগ দিতে যাওয়ার সময় ইয়াজদ শহরে উলটে যায় বাসটি। এর পর তাতে আগুন ধরে যায়। যার জেরে পুড়ে মৃত্যু হয় বেশিরভাগ পুণ্যার্থীর।

[আরও পড়ুন: বিহারে ‘জঙ্গলরাজ’! বাড়ি পর্যন্ত ধাওয়া করে RJD নেতাকে গুলি করে খুন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement