Advertisement
Advertisement

নেপালে বাস দুর্ঘটনায় মৃত অন্তত ২৬, আহত বহু

বিপজ্জনক রাস্তায় অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়ার ফল?

Over 26 killed as bus turns turtle in Nepal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 10, 2017 10:46 am
  • Updated:March 10, 2017 10:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেপালে বাস দুর্ঘটনার বলি অন্তত ২৬ জন যাত্রী৷ গুরুতর জখম ৩০ জনেরও বেশি৷ রাজধানী কাঠমাণ্ডু থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে ধাঙ্গারেদান্দার কাছে চিঞ্চু-জাজারকোট রোডে দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে৷ খবর প্রকাশ্যে আসে শুক্রবার৷

হাই কোর্টের বিচারপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সুপ্রিম কোর্টের

Advertisement

জানা গিয়েছে, খালাঙ্গা থেকে খারা’র দিকে যাচ্ছিল বাসটি৷ যাতে প্রায় ৬০ জন যাত্রী ছিল৷ যা বাসটির ধারণক্ষমতার থেকে অনেক বেশি৷ সেই কারণেই বাসটি উল্টে যায় বলে অনুমান৷ সরকারি প্রশাসক কৃষ্ণচন্দ্র পৌডেল বলেন, ২০০ মিটার গড়িয়ে গিয়ে বাসটি নিচে পড়ে যায়৷ স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজে হাত লাগান৷ পরে উদ্ধারকাজ শুরু করে সামরিক বাহিনী ও পুলিশ৷

সুইজারল্যান্ডের ক্যাফেতে বন্দুকবাজের হানায় মৃত ২

বৃহস্পতিবার হেলিকপ্টারে করে ১৮ জন আহত ব্যক্তিকে নেপালগঞ্জ সিটি হাসপাতালে নিয়ে আসা হয়৷ এরপর খারাপ আবহাওয়ার জন্য উদ্ধারকাজ বিঘ্নিত হয়৷ শুক্রবার আবহাওয়া ঠিক হলে বাকিদের আনা হয়৷ বাসটি যে পথে আসছিল সেটি নেপালের অন্যতম বিপজ্জনক রাস্তা হিসেবেও পরিচিত৷ সেই কারণেও দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান৷

প্রতিবাদের মাধ্যম হয়ে ফিরে এল ‘কিস অফ লাভ’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement